মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১৯৮
সলাত অধ্যায়
সালাতুল বিতরের কিরা'আত
১৯৮. হযরত আবদুল আযীয ইবনে জুরাইহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আয়েশা (রা) কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ ﷺ সালাতুল বিতরে কোন কোন সূরা পাঠ করতেন? তিনি বলেন, তিনি প্রথম রাক'আতে "সাব্বি হিসমা রবিবকাল আলা" দ্বিতীয় রাক'আতে "কুল ইয়া আয়্যুহাল কাফিরুন" এবং তৃতীয় রাক'আতে "কুল হুওয়াল্লাহু আহাদ, কুল আউযূ বিরাব্বিল ফালাক ও কুল আউযূ বিরাব্বিন নাস" সূরা পাঠ করতেন। (তিরমিযী ও আবূ দাউদ)
کتاب الصلوٰۃ
عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ جُرَيْجٍ ، قَالَ : ‏‏‏‏ سَأَلْنَا عَائِشَةَبِأَيِّ شَيْءٍ كَانَ " يُوتِرُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ : ‏‏‏‏ كَانَ يَقْرَأُ فِي الْأُولَى بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى وَفِي الثَّانِيَةِ بِقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ وَفِي الثَّالِثَةِ بِقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ، ‏‏‏‏‏‏وَالْمُعَوِّذَتَيْنِ". (رواه الترمذى وابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ ﷺ সালাতুল বিতরের প্রথম রাক'আতে 'সাব্বিহিসমা রব্বিকাল আ'লা', দ্বিতীয় রাক'আতে "কুল ইয়া আয়্যুহাল কাফিরুন" এবং তৃতীয় রাক'আতে যে 'কুল হুওয়াল্লাহু আহাদ' পাঠ করতেন তা উবাই ইবনে কা'ব এবং হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রা) এর রিওয়ায়াত থেকেও জানা যায়। কিন্তু এই দুই মহান সাহাবী তৃতীয় রাক'আতে "মু'আবিবযাতাইন” (সূরা ফালাক ও সূরা নাস) পাঠের কথা উল্লেখ করেন নি। তৃতীয় রাক'আতে কখনও কখনও কেবল শুধু সূরা ইখলাস পাঠ করতেন। আবার কখনও সূরা ইখলাসের সাথে মু'আবিবযাতাইনও পাঠ করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান