মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১৯০
সলাত অধ্যায়
ফজর ব্যতীত অপরাপর ওয়াক্তের সুন্নাত ও নফল সালাত সমূহের ফযীলত
১৯০. মুহাম্মাদ ইবনে আম্মার ইবনে ইয়াসির (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি (আমার পিতা) আম্মার ইবনে ইয়াসির (রা) কে মাগরিবের পর ছয় রাক'আত সালাত আদায় করতে দেখেছি এবং তিনি বলতেন, আমি আমার প্রিয় হাবীব কে মাগরিবের পর ছয় রাক'আত সালাত আদায় করতে দেখেছি। তিনি বলেছেনঃ যে ব্যক্তি মাগরিবের পর ছয় রাক'আত (নফল) সালাত আদায় করবে তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনাপূঞ্জের সমান হয়। (তাবারানী)
کتاب الصلوٰۃ
عَنْ مُحَمَّدِ بْنِ عَمَّارَ بْنِ يَاسِرٍ قَالَ : "رَأَيْتُ عَمَّارَ بْنِ يَاسِرٍ يُصَلِّىْ بَعْدَ الْمَغْرِبِ سِتَّ رَكَعَاتٍ ، قَالَ : رَأَيْتُ حَبِيْبِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّيْ بَعْدَ الْمَغْرِبِ سِتَّ رَكَعَاتٍ ، ثُمَّ قَالَ : مَنْ صَلَّى بَعْدَ الْمَغْرِبِ سِتَّ رَكَعَاتٍ غُفِرَتْ لَهُ ذُنُوْبُهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ". (رواه الطبرانى)

হাদীসের ব্যাখ্যা:

মাগরিবের ফরযের পর হযরত উম্মু হাবীবা, আয়েশা ও আবদুল্লাহ্ ইবনে উমার (রা) সূত্রে যে দুই রাক'আত সুন্নাতে মু'আক্কাদা সালাতের কথা উল্লিখিত হাদীসসমূহ থেকে জানা যায়। তা ব্যতীত যদি চার রাক'আত নফল আদায় করা হয় তবে নফল সংখ্যা ছয় রাক'আত দাড়ায়। কোন বান্দা যদি তা আদায় করে তবে এ হাদীসের গুনাহ মাফের যে সুসংবাদ দেওয়া হয়েছে তা পাওয়ার যোগ্য হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান