মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১৯১
সলাত অধ্যায়
ফজর ব্যতীত অপরাপর ওয়াক্তের সুন্নাত ও নফল সালাত সমূহের ফযীলত
১৯১. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: রাসূলুল্লাহ ﷺ এশার সালাত আদায়ের পর আমার হুজরায় প্রবেশ করে সব সময় চার রাক'আত অথবা ছয় রাক'আত নফল সালাত আদায় করতেন। (সুনানে আবূ দাউদ)
کتاب الصلوٰۃ
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ : "مَا صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِشَاءَ قَطُّ فَدَخَلَ عَلَيَّ إِلَّا صَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ أَوْ سِتَّ رَكَعَاتٍ. (رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
এশার ফরযের পর দুই রাক'আত সালাতের বিবরণ উম্মু হাবীবা, আয়েশা, ইবনে উমার (রা) প্রমুখের বর্ণনা পূর্বে আলোচনা করা হয়েছে। এ হাদীস দ্বারা স্পষ্ট জানা যায় যে, রাসূলুল্লাহ ﷺ এশার সালাত আদায় করে ঘুমাবার পূর্বে সুন্নাতে মু'আক্কাদা দুই রাক'আত সালাত ব্যতীত কখনও দুই রাক'আত আবার কখনও চার রাক'আত অতিরিক্ত নফল সালাত আদায় করতেন। আল্লাহ সর্বজ্ঞ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)