মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১৯২
সলাত অধ্যায়
বিতরের সালাত
১৯২. হযরত খারিজা ইবনে হুযাফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন (একদিন) রাসূলুল্লাহ ﷺ (হুজরা থেকে) বের হয়ে আমাদের কাছে আসেন এবং বলেন, নিশ্চয়ই আল্লাহ্ একটি সালাত দিয়ে তোমাদের সাহায্য করেছেন। এটা তোমাদের জন্য অনেক লাল উটের চেয়েও উত্তম আর তা হল সালাতুল বিতর। আল্লাহ্ তোমাদের জন্য তা এশা ও ফজরের মধ্যবর্তী সময়ে আদায়ের জন্য সময় নির্ধারণ করেছেন। (তিরমিযী ও আবূ দাউদ)
کتاب الصلوٰۃ
عَنْ خَارِجَةَ بْنِ حُذَافَةَ ، قَالَ : ‏‏‏‏ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَقَالَ : ‏‏‏‏ " إِنَّ اللَّهَ أَمَدَّكُمْ بِصَلَاةٍ هِيَ خَيْرٌ لَكُمْ مِنْ حُمْرِ النَّعَمِ الْوِتْرُ ، ‏‏‏‏‏‏جَعَلَهُ اللَّهُ لَكُمْ فِيمَا بَيْنَ صَلَاةِ الْعِشَاءِ إِلَى أَنْ يَطْلُعَ الْفَجْر". (رواه ابوداؤد والترمذى)
tahqiqতাহকীক:তাহকীক চলমান