মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১৯৩
সলাত অধ্যায়
বিতরের সালাত
১৯৩. হযরত বুরায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে বলতে শুনেছি: সালাতুল বিতর হক (সত্য), যে ব্যক্তি তা আদায় করবে না সে আমাদের দলভুক্ত নয়। সালাতুল বিতর হক, যে ব্যক্তি তা আদায় করবে না সে আমাদের দলভুক্ত নয়। সালাতুল বিতর হক, যে ব্যক্তি তা আদায় করবে না সে আমাদের দলভুক্ত নয়। (আবু দাউদ)
کتاب الصلوٰۃ
عَنْ بُرَيْدَةَ ، ‏‏‏‏ ‏‏‏‏‏‏قَالَ : ‏‏‏‏ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، ‏‏‏‏‏‏يَقُولُ : ‏‏‏‏ "الْوِتْرُ حَقٌّ فَمَنْ لَمْ يُوتِرْ فَلَيْسَ مِنَّا ، ‏‏‏‏‏‏الْوِتْرُ حَقٌّ فَمَنْ لَمْ يُوتِرْ فَلَيْسَ مِنَّا ، ‏‏‏‏‏‏الْوِتْرُ حَقٌّ فَمَنْ لَمْ يُوتِرْ فَلَيْسَ مِنَّا". (رواه ابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

সালাতুল বিতর সম্পর্কে এই হচ্ছে সর্বাধিক কঠোর নির্দেশনামা ও ধমক। এ ধরনের হাদীসের ভিত্তিতে ইমাম আযম আবূ হানীফা (র) বলেন, সালাতুল বিতর কেবলমাত্র সুন্নাত সালাত নয় বরং বিতর নামায ওয়াজিব। অর্থাৎ এর মর্যাদা ফরযের নিচে এবং সুন্নাতে মুআক্কাদার উপরে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান