মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১৮৭
সলাত অধ্যায়
ফজর ব্যতীত অপরাপর ওয়াক্তের সুন্নাত ও নফল সালাত সমূহের ফযীলত
১৮৭. হযতর আয়েশা (রা) থেকে বর্ণিত। নবী ﷺ যদি (কোন কারণে) যুহরের পূর্বে চার রাক'আত সালাত আদায় করতে না পারতেন তবে যুহরের সালাতের পর তা আদায় করতেন। (তিরমিযী)
کتاب الصلوٰۃ
عَنْ عَائِشَةَ ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ " إِذَا لَمْ يُصَلِّ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ صَلَّاهُنَّ بَعْدَهُ ".
(رواه الترمذى)
(رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
ইবনে মাজাহ শরীফে এই রিওয়ায়াতটি আরও পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে এরূপ অবস্থায় যে, তিনি যুহরের ফরযের পরে দুই রাক'আত এবং যুহরের পূর্বের চার রাক'আত সালাত আদায় করে নিতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)