মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১৮৬
সলাত অধ্যায়
ফজর ব্যতীত অপরাপর ওয়াক্তের সুন্নাত ও নফল সালাত সমূহের ফযীলত
১৮৬. হযরত আবু আইউব আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যুহরের ফরয সালাতের পূর্বে এক সালামে যে ব্যক্তি চার রাক'আত সালাত আদায় করবে এর বদলৌতে তার জন্য আসমানের দরজাসমূহ উন্মুত্ত করে দেওয়া হবে। (সুনানে আবু দাউদ ও ইবনে মাজাহ্)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي أَيُّوبَ الْاَنْصَارِىِّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : "أَرْبَعٌ قَبْلَ الظُّهْرِ لَيْسَ فِيهِنَّ تَسْلِيمٌ تُفْتَحُ لَهُنَّ أَبْوَابُ السَّمَاءِ"
(رواه ابوداؤد وابن ماجه)
tahqiqতাহকীক:তাহকীক চলমান