মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১৮৫
সলাত অধ্যায়
ফজরের সুন্নাতের প্রতি বিশেষ গুরুত্বারোপ এবং এর ফযীলাত
১৮৫. হযরত আবূ হুরায়রা (রা) বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি ফজরের দুই রাক'আত সুন্নাত আদায় করতে পারে নি সে যেন সূর্য উঠার পর তা আদায় করে নেয়। (তিরমিযী)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : ‏‏‏‏ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ‏‏‏‏ " مَنْ لَمْ يُصَلِّ رَكْعَتَيِ الْفَجْرِ فَلْيُصَلِّهِمَا بَعْدَ مَا تَطْلُعُ الشَّمْسُ"
(رواه الترمذى)
tahqiqতাহকীক:তাহকীক চলমান