মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১৮৪
সলাত অধ্যায়
ফজরের সুন্নাতের প্রতি বিশেষ গুরুত্বারোপ এবং এর ফযীলাত
১৮৪. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী ﷺ ফজরের দুই রাক'আত সুন্নাত সালাতকে যতবেশী গুরুত্ব দিতেন অন্য কোন সুন্নাত কিংবা নফল সালাতের প্রতি এতটা গুরুত্ব দিতেন না। (সহীহ বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ : "لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى شَيْءٍ مِنَ النَّوَافِلِ أَشَدَّ تَعَاهُدًا مِنْهُ عَلَى رَكْعَتَيِ الْفَجْرِ".
(رواه البخارى ومسلم)
(رواه البخارى ومسلم)