মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১৮৩
সলাত অধ্যায়
ফজরের সুন্নাতের প্রতি বিশেষ গুরুত্বারোপ এবং এর ফযীলাত
১৮৩. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: ঘোড়া তোমাদেরকে তাড়ালেও তোমরা ফজরের দুই রাক'আত সুন্নাত সালাত ছেড়ে দেবে না। অর্থাৎ তুমি যদি সফরে থাক এবং গোড়ার পিঠে চড়ে দ্রুত পথ অতিক্রম কর তবুও ফজরের দুই রাক'আত সুন্নাত সালাত ত্যাগ করবে না। সুনানে আবূ দাউদ।
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : "لَا تَدَعُوهُمَا وَإِنْ طَرَدَتْكُمُ الْخَيْلُ".(رواه ابوداؤد)