মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১৮২
সলাত অধ্যায়
ফজরের সুন্নাতের প্রতি বিশেষ গুরুত্বারোপ এবং এর ফযীলাত
১৮২. হযরত আয়েশা (রা) বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: ফজরের দুই রাক'আত (সুন্নাত) সালাত পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে তার চাইতেও উত্তম। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ عَائِشَةَ رَضِىَ اللهُ عَنْهَا قَالَتْ : قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " رَكْعَتَا الْفَجْرِ ، خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا ".
(رواه مسلم)
(رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের মর্ম এই যে, পরকালে ফজরের দুই রাক'আত সুন্নাত সালাতের যে সাওয়াব পাওয়া যাবে তা "পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে" সেসব বস্তুর চাইতে অধিক মূল্যবান বিবেচিত হবে। কেননা পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে তা সবই ধ্বংসশীল এবং আখিরাতের সাওয়াব স্থায়ী ও অন্তহীন হবে। এ বাস্তব অবস্থা আখিরাতে আমাদের সামনে উন্মুক্ত হয়ে যাবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)