মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১৯৯
সলাত অধ্যায়
সালাতুল বিতরে দু'আ কুনূত পাঠ করা
১৯৯. হযরত হাসান ইবনে আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ সালাতুল বিতর পড়ার জন্য আমাকে কয়েকটি বাক্য শিখিয়েছেন। এ গুলো আমি সালাতুল বিতরে পাঠ করে থাকি। তা হল: হে আল্লাহ্! যাদেরকে তুমি সৎপথ প্রদর্শন করেছ, আমাকেও তাদের সাথে সৎপথ প্রদর্শন কর, যাদের প্রতি উদারতা দেখিয়েছ, তুমি তাদের সাথে আমার প্রতিও উদারতা দেখাও। তুমি যাদের অভিভাবকত্ব গ্রহণ করেছ, তাদের সাথে আমারও অভিভাবকত্ব গ্রহণ কর। তুমি আমাকে যা দান করেছ, তার মধ্যে বরকত দাও। তোমার নির্ধারিত অকল্যাণ থেকে আমাকে রক্ষা কর। কেননা তুমিই সিদ্ধান্ত দিতে পার, তোমার উপর কারও সিদ্ধান্ত চলে না। তুমি তার অভিভাবকত্ব গ্রহণ করেছ, সে কখনও অপমানিত হয় না, তুমি কল্যাণময়, তুমি সুউচ্চ। (তিরমিযী, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ ও দারিমী)
کتاب الصلوٰۃ
عَنْ الْحَسَنُ بْنُ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ : ‏‏‏‏ عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، ‏‏‏‏‏‏كَلِمَاتٍ أَقُولُهُنَّ فِي قُنُوْتِ الْوِتْرِ " اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ ، ‏‏‏‏‏‏وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ ، ‏‏‏‏‏‏وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ ، ‏‏‏‏‏‏وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ ، ‏‏‏‏‏‏وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ ، ‏‏‏‏‏‏فَإِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ ، ‏‏‏‏‏‏وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ ، ‏‏‏‏‏‏تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ" (رواه الترمذى وابوداؤد والنسائى وابن ماجه والدارمى)

হাদীসের ব্যাখ্যা:

কুনুত সম্পর্কীয় কোন কোন বর্ণনায় لا يذل من واليت তুমি যার অভিভবকত্ব গ্রহণ করেছ সে কখনও অপমানিত হয় না (বাক্যের পর ولا يعز من عاديت যার সাথে তোমার বৈরিতা রয়েছে সে কখনো সন্মানিত হতে পাবে না) এসেছে। আবার কোন কোন বর্ণনায় تبارکت ربنا وتعاليت (তুমি কল্যাণময়, তুমি সুউচ্চ) বাক্যের পর "واستغفرك وأتوب إليك আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার দিকে প্রত্যাবর্তন করছি) এসেছে। কোন কোন বর্ণনায় তাওবা ও ইস্তিগফারের বাক্যসমূহের পর এই وصلى الله على النبي আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন আমার নবীর প্রতি) অতিরিক্ত এসেছে।
অধিকাংশ আলিম সালাতুল বিতরে এই কুনুতই পাঠ করে থাকেন। হানাফী মাযহাবে যে কুনুত প্রচলিত তা হচ্ছে- اللهم إنا نستعينك ونستغفرك الخ এটি ইমাম ইবনে আবু শায়বা, ইমাম তাহাভী (র) সহ অপরাপর আলিম হযরত উমার ও আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণনা করেছেন।
আল্লামা শামী (র) পূর্ব কালের কোন কোন হানাফী আলিমের এই মত উদ্ধৃত করেছেন যে اللهم إنا نستعينك ونستغفرك الخ পড়ার পর হাসান ইবনে আলী (রা) কর্তৃক বর্ণিত দু'আ কুনূত اللهم اهدني فيمن هديت পাঠ করা উত্তম।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান