দু'আ

নতুন চাঁদ দেখে পড়ার দু‘আ-২

সকল দু'আ একত্রে দেখুন

নতুন চাঁদ দেখে পড়ার দু‘আ-২

share dua

۞ اَللّٰهُ أَكْبَرْ، اَللّٰهُمَّ أَهِلَّهٗ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيْمَانِ، وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ، وَالتَّوْفِيْقِ لِمَا تُحِبُّ رَبَّنَا وَتَرْضٰى، رَبُّنَا وَرَبُّكَ اللّٰهُ

উচ্চারণঃ আল্লা-হু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু ‘আলাইনা বিলআমনি ওয়ালঈমানি ওয়াস্‌সালা-মাতি ওয়াল-ইসলা-মি, ওয়াত্তাওফীকি লিমা তুহিব্বু রব্বানা ওয়া তারদ্বা, রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ।

অর্থঃ হে আল্লাহ! আপনি এই নতুন চাঁদকে আমাদের উপর উদিত করুন নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সাথে; আর হে আমাদের রব্ব! যা আপনি পছন্দ করেন এবং যাতে আপনি সন্তুষ্ট হন তার প্রতি তাওফীক লাভের সাথে। আল্লাহ আমাদের রব্ব এবং তোমার (চাঁদের) রব্ব।

উপকারিতাঃ

হযরত তালহা ইবনে ওবায়দুল্লাহ (রাযি) বর্ণনা করেন, নবী কারীম যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দু‘আ পড়তেন।

উৎসঃ সুনানে দারেমী, হাদীস নং: ১৬২৫; ফিকহুস সুনান, হাদীস নং: ১২৭৫; মুসনাদে আহমাদ, হাদীস নং: ১৩৯৭


এ সম্পর্কিত আরও দু’আ...