দু'আ

সফরকারীদের জন্য বাসিন্দাদের দু‘আ-৩

সকল দু'আ একত্রে দেখুন

সফরকারীদের জন্য বাসিন্দাদের দু‘আ-৩

share dua

۞ اَللّٰهُمَّ اطْوِ لَهُ الْبُعْدَ، وَهَوِّنْ عَلَيْهِ السَّفَرَ

উচ্চারণঃ আল্লাহুম্মাত্ববি লাহুল বু’দা ওয়াহাওবিন আলাইহিস সাফার।

অর্থঃ হে আল্লাহ! তুমি তার পথের দূরত্ব গুটিয়ে দিয়ো এবং তার জন্য সফর আসান করে দিয়ো।

উৎসঃ null

উপকারিতাঃ

হযরত আবূ হুরাইরা (রাযি) হতে বর্ণিত, এক ব্যক্তি নিবেদন করল, ‘হে আল্লাহর রাসূল! আমি ইচ্ছা করেছি সফরে যাব আমাকে উপদেশ দিন।’ তিনি বললেন, তুমি আল্লাহ-ভীতি অবলম্বন করো এবং প্রত্যেক উঁচু স্থানে নিয়মিত ‘আল্লাহু আকবার’ পড়ো।” যখন লোকটা পিছন ফিরে যেতে লাগল, তখন তিনি তার জন্য এই দু‘আ করলেন।

উৎসঃ সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৪৪৫


এ সম্পর্কিত আরও দু’আ...