দু'আ

সফর থেকে প্রত্যাবর্তনের দু‘আ

সকল দু'আ একত্রে দেখুন

সফর থেকে প্রত্যাবর্তনের দু‘আ

share dua

۞ اٰئِـبُوْنَ تَائِبُوْنَ عَا بِدُوْنَ لِرَبِّنَا حَامِدُوْنَ

উচ্চারণঃ আাইবূনা তাইবূনা লিরব্বিনা হামিদূন।

অর্থঃ আমরা এখন সফর হতে প্রত্যাবর্তন করছি। (নিজেদের গুনাহ হতে) তওবা করছি, (আল্লাহ পাকের) ইবাদতের ইরাদা করছি এবং আমাদের প্রতিপালকের প্রশংসা করছি।

উৎসঃ সহীহ বুখারী, হাদীস নং: ১৭৯৭; মুসনাদে আহমদ, হাদীস নং: ২১৯৭

উৎসঃ null


এ সম্পর্কিত আরও দু’আ...