উযূর শেষে উপরের দিকে তাকিয়ে পড়ার দু‘আ-১

۞ اَشْهَدُ اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّا اللهُ وَحْدَهٗ لَاۤ شَرِيْكَ لَهٗ. وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهٗ وَرَسُوْلُهٗ. اَللّٰهُمَّ اجْعَلْنِيْ مِنَ التَوَّابِيْنَ. وَاجْعَلْنِـيْ مِنَ الْمُتَطَهِّرِيْنَ
উচ্চারণঃ আশাহাদু আল্ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারি-কালাহু ওয়া আশ্হাদু আন্না মুহাম্মাদান্ আ’বদুহু ওয়া রাসূ-লুহ্, আল্লাহুম্মা জা’আলনি মিনাত্তাওয়া-বি-না ওয়াজা’আলনি মিনাল মুতাত্বাহ্হিরী-ন।
অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মা’বূদ নেই। তিনি এক, তাঁর কোনো শরিক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদ ﷺ তাঁর বান্দা ও রাসূল। হে আল্লাহ! আমাকে তাওবাকারীদের ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন।
উপকারিতাঃ
রাসূলুল্লাহ্ ইরশাদ করেন, তোমাদের যে কেউ উত্তমরূপে উযূ করার পর উক্ত দু‘আ পাঠ করে তার জন্যে আটটি জান্নাতের সমস্ত দরজা খোলা হবে বা খুলে যাবে। সে ব্যক্তি স্বেচ্ছায় যে কোন জান্নাতে প্রবেশ করতে পারবে।
উৎসঃ সুনানে তিরমিযী, হাদীস নং: ৫৫