মুনাজাতের মধ্যে দু‘আ-২
সকল দু'আ একত্রে দেখুন
۞ اَللّٰهُمَّ حَـاسِـبْـنِـىْ حِـسَـابًا يَّـسِـيْـرًا
উচ্চারণঃ আল্লাহুম্মা হাসিবনী হিসাবাই ইয়াসীরা।
অর্থঃ হে আল্লাহ! আমার হিসাবকে সহজ করে দিও।
উপকারিতাঃ
হযরত আয়িশা (রাযি) বলেন যে, আমি কোন কোন নামাযে নবী কে উক্ত দু‘আ করতে শুনেছি।
উৎসঃ মিশকাতুল মাসাবীহ, হাদীস নং: ৫৫৬২
এ সম্পর্কিত আরও দু’আ...