দু‘আ-৫৩

share dua

اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ، وَاهْدِنِيْ، وَارْزُقْنِىْ.

অর্থঃ ইয়া আল্লাহ! আমাকে ক্ষমা করুন ও আমার উপর রহম করুন। আমাকে সুস্থতা ও নিরাপত্তা দিন আর আমাকে রিযিক দান করুন।৫৪

উৎসঃ -মুসলিম

উপকারিতাঃ

৫৪. শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ শিক্ষক সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লাম সকল দু‘আয় আখিরাতকেই রেখেছেন সবার আগে। কারণ, সেটিই তো মঞ্জিলে মাকসুদ। তবে এরই সাথে আমাদের মতো দুর্বলজনের অবস্থাহেতু পার্থিব প্রয়োজনও নজরে রেখেছেন উপেক্ষা করেননি।


এ সম্পর্কিত আরও দু’আ...