দু‘আ-৩৭

رَبَّنَا عَلَیْكَ تَوَكَّلْنَا وَ اِلَیْكَ اَنَبْنَا وَ اِلَیْكَ الْمَصِیْرُ۴
অর্থঃ হে আমাদের পরওয়ারদেগার! আমরা আপনারই উপর ভরসা করেছি এবং আপনারই দিক রুজু করেছি। আর আপনার কাছেই আমাদের প্রত্যাবর্তন। (অন্য কারো কাছে নয়)।৩৮
উৎসঃ -সূরা মুমতাহিনা : ৪
উপকারিতাঃ
৩৮. যদি এ বিশ্বাস জাগ্রত থাকে যে, রুজু ও ভরসার উপযুক্ত একমাত্র তিনি আর সব শেষে ফিরেও যেতে হবে তারই কাছে, তাহলে তো এ ধূলির ধরাতেও রচিত হতে পারে বেহেশতের বাগান।