দু‘আ-৩০

share dua

رَبِّ اِنِّیْ لِمَاۤ اَنْزَلْتَ اِلَیَّ مِنْ خَیْرٍ فَقِیْرٌ۝۲۴

উচ্চারণঃ রাব্বি ইন্নী লিমাআনঝালতা ইলাইইয়া মিন খাইরিন ফাকীর।

অর্থঃ পরওয়ারদেগার! আপনি আমার জন্য যে কল্যাণ অবতীর্ণ করবেন, আমি তার মুখাপেক্ষী।৩১

উৎসঃ -সূরা কাসাস : ২৪

উপকারিতাঃ

হয়। مِنْ خَیْرٍ দিকে। فَقِیْرٌ

৩১. হযরত মূসা আ. যখন সফরের হালতে ক্ষুধা-তৃষ্ণায় নিরুপায় হয়ে পড়েছিলেন, তখন দু‘আ তাঁর পাক যবানে উচ্চারিত হয়। مِنْ (যে কল্যাণ)। কুরআন মাজীদের পূর্বাপর থেকে বোঝা যায়, শব্দের দ্বারা বিশেষভাবে ইঙ্গিত করা হয়েছে ক্ষুধার কষ্ট নিবারণে খাদ্যের ব্যবস্থার দিকে। فَقِیْرٌ (মুহতাজ, মুখাপেক্ষী)। সকল উচ্চ মর্যাদা বিশিষ্টতা সত্ত্বেও নবীও একজন মানব এবং মানবীয় প্রয়োজনসমূহ পূরণের মুখাপেক্ষী। আল্লাহর কামেল বান্দারা সব সময় আল্লাহর দরবারে নিজের প্রয়োজন মুখাপেক্ষিতা-ই পেশ করেন, বেনিয়াযী অমুখাপেক্ষিতা নয়।


এ সম্পর্কিত আরও দু’আ...