ঈমান রক্ষার দু‘আ-২

۞ رَبَّنَا لَاۤ تُزِغۡ قُلُوۡبَنَا بَعۡدَ اِذۡ هَدَيۡتَنَا وَهَبۡ لَنَا مِنۡ لَّدُنۡكَ رَحۡمَةً اِنَّكَ اَنۡتَ الۡوَهَّابُ
উচ্চারণঃ রাব্বানা লা তুযিগ্ ক্বুলুবানা বা’দা ইয্ হাদাইতানা ওয়া হাব্লানা মিল্লা দুনকা রাহমাহ্ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
অর্থঃ হে আমাদের প্রতিপালক! সরল পথ-প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বক্র করো না এবং তোমার নিকট থেকে আমাদেরকে করুণা দান কর। নিশ্চয়ই তুমি মহান দাতা।
উৎসঃ সূরা আলে ইমরান, আয়াত: ৮; সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৫২২
উপকারিতাঃ
শাহর ইবনে হাওশাব (রহ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, উম্মু সালামাহ (রাযি) কে আমি বললাম, হে উম্মুল মু’মিনীন রাসূলুল্লাহ আপনার কাছে অবস্থানকালে অধিকাংশ সময় কোন দু‘আটি পাঠ করতেন? তিনি বললেন, তিনি অধিকাংশ সময় এ দু‘আ পাঠ করতেন। হযরত উম্মু সালামাহ (রাযি) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি অধিকাংশ সময় দু‘আটি কেন পাঠ করেন? তিনি বললেনঃ হে উম্মু সালামাহ! এরূপ কোন মানুষ নেই যার মন আল্লাহ তা‘আলার দুই আঙ্গুলের মধ্যবর্তীতে অবস্থিত নয়। যাকে ইচ্ছা তিনি (দ্বীনের উপর) স্থির রাখেন এবং যাকে ইচ্ছা (দ্বীন হতে) বিপথগামী করে দেন। তারপর কুরআনের উক্ত আয়াত তিলাওয়াত করেন।
উৎসঃ সুনানে তিরমিযী, হদীস নং: ৩৫২২