বিষাক্ত প্রাণী থেকে বাঁচার দু‘আ

۞ أعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
উচ্চারণঃ আউযুবি কালিমাতিল্লাহিত তাম্মাতি মিন সাররি-মা-খলাক।
অর্থঃ আমি আল্লাহ্ তা‘আলার সমস্ত (উপকারী ও শেফাদানকারী) কালিমা দ্বারা তার সমস্ত মাখলূকের অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি।
উৎসঃ null
উপকারিতাঃ
(১) হযরত আবূ হুরায়রা (রাযি) বলেন, এক ব্যক্তি নবী কারীম এর খেদমতে হাজির হল এবং আরয করল, ইয়া রাসূলুল্লাহ, রাত্রে বিচ্ছুর কামড়ে আমার খুব কষ্ট হয়েছে। নবী কারীম ইরশাদ করলেন, যদি তুমি সন্ধ্যায় এই কালিমাগুলি পড়ে নিতে তবে বিচ্ছু কখনও তোমার কোন ক্ষতি করতে পারত না। (২) হযরত আবূ হুরায়রা (রাযি) বর্ণনা করেন, নবী কারীম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সন্ধার সময় তিনবার এই কালিমাগুলি বলবে-- সেই রাত্রে কোন প্রকার বিষ তার ক্ষতি করতে পারবে না। হযরত সুহাইল (রাযি) বলেন, আমাদের পরিবারের লোকেরা এই দু‘আ মুখস্ত করে রেখেছিল। তারা প্রতি রাত্রে তা পড়ে নিতো। এক রাত্রে এক মেয়েকে কোন বিষাক্ত প্রাণী দংশন করলে সে কোন প্রকার কষ্ট অনুভব করে নাই। ফায়দা কোন কোন ওলামায়ে কেরাম বলেন, ’আল্লাহ্ তা‘আলার সমস্ত কালিমা’ দ্বারা কুরআনে কারীম উদ্দেশ্য। বি:দ্র: সফর চলাকালে কোথাও যাত্রাবিরতির সময় এই দু‘আ পড়া যায়।
উৎসঃ সহীহ মুসলিম, হাদীস নং: ২৭০৮,২৭০৯; সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৬০৪; মেরকাত ৪: ১৬৮২