শরীরে কোথাও ব্যথা পেলে পড়ার দু‘আ

প্রথমে বিসমিল্লাহ পড়বে, এরপর সাতবার বলবে, ۞ أَعُوْذُ بِاللّٰهِ وَقُدْرَتِه مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
উচ্চারণঃ আউযুবিল্লাহি ওয়া ক্বুদরতিহী মিন শাররি মা-আজিদু ওয়া উহা-যিরু।
অর্থঃ আমি আল্লাহ ও তাঁর কুদরতের কাছে আশ্রয় নিচ্ছি আমি যা অনুভব করছি এবং ভয় করছি তার অকল্যাণ থেকে।
উপকারিতাঃ
হযরত ওসমান ইবনে আবুল আস (রাযি) থেকে বর্ণিত আছে, একবার তিনি রাসূলুল্লাহ্ এর নিকট একটি বেদনার অভিযোগ করলেন, যা তিনি তার শরীরে অনুভব করছিলেন। রাসুলুল্লাহ্ তাকে বললেন, তুমি তোমার শরীরের সে জায়গায় হাত রাখ, যে জায়গায় বেদনা হচ্ছে এবং তিনবার বল, 'বিসমিল্লাহ্' আর সাতবার উক্ত দু‘আ পাঠ কর। ওসমান বলেন, আমি তা করলাম; ফলে আল্লাহ্ আমার শরীরে যা ছিল তা দূর করে দিলেন।
উৎসঃ আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ, হাদীস নং: ৫৭৮; মিশকাতুল মাসাবীহ, হাদীস নং: ১৫৩৩