দু'আ

জ্বর হলে এ দু‘আ পড়বে

সকল দু'আ একত্রে দেখুন

জ্বর হলে এ দু‘আ পড়বে

share dua

۞ بِسْمِ اللّٰهِ الْكَبِيْرِ اَعُوْذُ بِاللّٰهِ الْعَظِيْمِ مِنْ شَرِّ كُلِّ عِرْقٍ نَّعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ

উচ্চারণঃ বিসমিল্লাহিল কাবীরি আ‘ঊযুবিল্লা হিল ‘আযীমি মিন শাররি কুল্লি ‘ইরক্বিন না‘আা রিন ওয়া মিন শাররি হার রিন্নার।

অর্থঃ মহান আল্লাহর নামের সাথে আমি মহান আল্লাহ তা‘আলার আশ্রয় গ্রহণ করছি প্রত্যেক উত্তেজিত ধমনীর অনিষ্ট থেকে এবং দোযখের উত্তাপের অনিষ্ট থেকে।

উৎসঃ সুনানে তিরমিযী, হাদীস নং: ২০৭৫


এ সম্পর্কিত আরও দু’আ...