দু'আ

উযূর পর পড়ার দু‘আ-৩

সকল দু'আ একত্রে দেখুন

উযূর পর পড়ার দু‘আ-৩

share dua

۞ سُبْحَانَكَ اللّٰهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَّاۤ إِلٰهَ إِ لَّا أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ

উচ্চারণঃ সুবহানাকা আল্লা-হুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা-ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়াআতূবু ইলাইকা।

অর্থঃ হে আল্লাহ! আপনার প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। আমি সাক্ষ্য দেই যে, আপনি ছাড়া কোনো মা’বূদ নেই, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার নিকট তওবা করছি।

উপকারিতাঃ

নবীজী এবং সাহাবাগন (রাযি) উযূর পর এই দু‘আও পড়তেন। যারা এই দু‘আ পাঠ করবে। পাঠকারীর কালিমায় মোহরাঙ্কন করে দেওয়া হবে। অতঃপর উক্ত কালিমাগুলোকে আরশের নিচে সংরক্ষিত করা হবে। যা কেয়ামত পর্যন্ত আর খোলা হবে না।

উৎসঃ সুনানে কুবরা, নাসায়ী, হাদীস নং: ৯৯০৯


এ সম্পর্কিত আরও দু’আ...