ঘর থেকে বের হওয়ার দু‘আ-১

۞ بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ. لَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ
উচ্চারণঃ বিসমিল্লাহি তাওয়াক্কালতু ‘আলাল্লাহি, লা হাউলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ।
অর্থঃ আল্লাহ তা‘আলার নামে (বের হলাম), আমি আল্লাহ তা‘আলার উপর ভরসা করলাম। আল্লাহর তাওফিক ছাড়া গুনাহ থেকে বেঁচে থাকা বা কোনো নেক কাজ করা সম্ভব নয়।
উৎসঃ সুনানে আবূ দাঊদ, হাদীস নং: ৫০৯৫; সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৪২৬
উপকারিতাঃ
হযরত আনাস ইবনে মালিক (রাযি) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এ দু‘আটি পাঠ করে তাকে (ফেরেশতাদের পক্ষ থেকে) বলা হয় তুমি যথেষ্ট করে নিলে, বেঁচে গেলে, তোমার থেকে শয়তান দুর হয়ে গেল।
উৎসঃ সুনানে তিরমিযী, হাদীস নং :৩৪২৬