উযূর শুরুতে পড়ার দু‘আ-১

۞ بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
উচ্চারণঃ বিসমিল্লাহির্ রাহ্মানির্ রাহীম।
অর্থঃ আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু ও অত্যন্ত মেহেরবান।
উপকারিতাঃ
হযরত আবূ হুরায়রা (রাযি) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ ইরশাদ করেন, ঐ ব্যক্তির নামায আদায় হয় না যে সঠিক ভাবে উযূ করে না এবং ঐ ব্যক্তির উযূ হয় না যে আল্লাহ্র নাম স্মরণ করে না (অর্থাৎ বিসমিল্লাহ্ বলে না)। বি:দ্র: হাদীসে উযূ হয়না বলতে উযূ পরিপূর্ণ হওয়া বুঝানো হয়েছে। অর্থাৎ ঐ ব্যক্তির উযূ পরিপূর্ণ হয় না যে আল্লাহ্র নাম স্মরণ করে না।
উৎসঃ সুনানে আবূ দাউদ, হাদীস নং: ১০১; সুনানে তিরমিযী, হাদীস নং: ২৫