দু'আ

উযূর শুরুতে পড়ার দু‘আ-১

সকল দু'আ একত্রে দেখুন

উযূর শুরুতে পড়ার দু‘আ-১

share dua

۞ بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

উচ্চারণঃ বিসমিল্লাহির্‌ রাহ্‌মানির্‌ রাহীম।

অর্থঃ আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু ও অত্যন্ত মেহেরবান।

উপকারিতাঃ

হযরত আবূ হুরায়রা (রাযি) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ ইরশাদ করেন, ব্যক্তির নামায আদায় হয় না যে সঠিক ভাবে উযূ করে না এবং ব্যক্তির উযূ হয় না যে আল্লাহ্‌র নাম স্মরণ করে না (অর্থাৎ বিসমিল্লাহ্‌ বলে না)। বি:দ্র: হাদীসে উযূ হয়না বলতে উযূ পরিপূর্ণ হওয়া বুঝানো হয়েছে। অর্থাৎ ব্যক্তির উযূ পরিপূর্ণ হয় না যে আল্লাহ্‌র নাম স্মরণ করে না।

উৎসঃ সুনানে আবূ দাউদ, হাদীস নং: ১০১; সুনানে তিরমিযী, হাদীস নং: ২৫


এ সম্পর্কিত আরও দু’আ...