মা'আরিফুল হাদীস

معارف الحديث

সলাত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৩৫১ টি

হাদীস নং: ১৪১
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ ভালভাবে রুকু ও সিজদা আদায় করার গুরুত্ব
১৪১. হযরত বারা ইবনে আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তুমি যখন সিজদা করবে, তখন তোমার দুই হাতের তালু যমীনে রাখবে এবং দুই কনুই যমীন থেকে উঠিয়ে রাখবে। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « إِذَا سَجَدْتَ ، فَضَعْ كَفَّيْكَ وَارْفَعْ مِرْفَقَيْكَ » (رواه مسلم)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪২
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ ভালভাবে রুকু ও সিজদা আদায় করার গুরুত্ব
১৪২. হযরত আবদুল্লাহ্ ইবনে মালিক ইবনে বুহাইনা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: নবী কারীম ﷺ যখন সিজদা আদায় করতেন, তখন তাঁর উভয় হাত পাঁজর থেকে এতখানি পৃথক রাখতেন যে, তাঁর বগলের শুভ্রতা প্রকাশ পেত। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَجَدَ فَرَّجَ بَيْنَ يَدَيْهِ ، حَتَّى يَبْدُوَ بَيَاضُ إِبْطَيْهِ. (رواه البخارى ومسلم)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৩
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ ভালভাবে রুকু ও সিজদা আদায় করার গুরুত্ব
১৪৩. হযরত ওয়ায়িল ইবনে হুজর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: আমি রাসূলুল্লাহ ﷺ কে দেখেছি- তিনি যখন সিজদা করতেন তখন হাতের তালু যমীনে রাখার পূর্বে হাঁটু রাখতেন এবং যখন সিজদা থেকে উঠতেন তখন হাঁটুর পূর্বে হাত উঠাতেন। (আবু দাউদ, তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ)
کتاب الصلوٰۃ
عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ : « رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَجَدَ وَضَعَ رُكْبَتَيْهِ قَبْلَ يَدَيْهِ ، وَإِذَا نَهَضَ رَفَعَ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ » (رواه ابوداؤد والترمذى والنسائى وابن ماجه)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৪
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ ভালভাবে রুকু ও সিজদা আদায় করার গুরুত্ব
১৪৪. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ বলেছেন: আমি সাতটি অঙ্গ দিয়ে সিজদা করতে আদিষ্ট হয়েছি। আর তা হচ্ছে কপাল, দুই হাত, দুই হাঁটু ও দুই পায়ের অগ্রভাগ, আর কাপড় ও চুল যেন না সামলাই। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ عَلَى الجَبْهَةِ ، وَاليَدَيْنِ وَالرُّكْبَتَيْنِ ، وَأَطْرَافِ القَدَمَيْنِ وَلاَ نَكْفِتَ الثِّيَابَ وَالشَّعَرَ » (رواه البخارى ومسلم)
হাদীস নং: ১৪৫
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ রুকু ও সিজদায় কী পাঠ করবে?
১৪৫. হযরত উকবা ইবনে আমির (রা) থেকে বর্ণিত যে, 'ফা সাব্বিহ্ বিসমি রাব্বিকাল আযীম' আয়াত অবতীর্ণ হলে রাসূলুল্লাহ ﷺ বললেন: একে তোমরা রুকূর মধ্যে অন্তর্ভুক্ত কর। তারপর 'সাব্বিহিসমা রাব্বিকাল আলা' আয়াত অবতীর্ণ হলে রাসূলুল্লাহ ﷺ বললেন: তোমরা একে তোমাদের সিজদায় স্থান দাও। (আবূ দাউদ, ইবনে মাজাহ ও দারেমী)
کتاب الصلوٰۃ
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ، قَالَ : لَمَّا نَزَلَتْ : {فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ} ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « اجْعَلُوهَا فِي رُكُوعِكُمْ » ، فَلَمَّا نَزَلَتْ {سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى} ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « اجْعَلُوهَا فِي سُجُودِكُمْ » (رواه ابوداؤد وابن ماجه والدارمى)
হাদীস নং: ১৪৬
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ রুকু ও সিজদায় কী পাঠ করবে?
১৪৬. হযরত হুযায়ফা (রা) থেকে বর্ণিত যে, তিনি নবী কারীম ﷺ-এর সঙ্গে সালাত আদায় করেছেন। নবী কারীম ﷺ রুকূতে 'সুবহানা রাব্বিয়াল আযীম' এবং সিজদায় 'সুবহানা রাব্বিয়াল আলা' পাঠ করতেন। (নাসায়ী, ইবনে মাজাহ, তিরমিযী, আবূ দাউদ ও দারিমী)
کتاب الصلوٰۃ
عَنْ حُذَيْفَةَ ، أَنَّهُ صَلَّى مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَكَانَ يَقُولُ فِي رُكُوعِهِ : « سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ » ، وَفِي سُجُودِهِ : « سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى » (رواه النسائى وابن ماجه والترمذى وابوداؤد والدارمى مع زيادة)
হাদীস নং: ১৪৭
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ রুকু ও সিজদায় কী পাঠ করবে?
১৪৭. আওন ইবনে আবদুল্লাহ্ সূত্রে হযরত ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যখন তোমাদের কেউ রুকু করবে তখন রুকূতে তিনবার 'সুবহানা রাব্বিয়াল আযীম' (তোমার মহান প্রভুর পবিত্রতা ঘোষণা করছি) বলার আর তাহলেই তার রুকু পূর্ণাঙ্গ হবে, তবে এটা হল সর্বনিম্ন পরিমাণ। যখন সে সিজদা করবে তখন সিজদায় তিনবার 'সুবহানা রাব্বিয়াল আলা' বলবে। আর তাহলেই তার সিজদা পূর্ণাঙ্গ হবে, তবে এটা হল সর্বনিম্ন পরিমাণ। (তিরমিযী, আবূ দাউদ ও ইবনে মাজাহ)
کتاب الصلوٰۃ
عَنْ عَوْنِ بْنِ عَبْدِ اللهِ عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِذَا رَكَعَ أَحَدُكُمْ ، فَقَالَ فِي رُكُوعِهِ : سُبْحَانَ رَبِّيَ العَظِيمِ ثَلاَثَ مَرَّاتٍ ، فَقَدْ تَمَّ رُكُوعُهُ ، وَذَلِكَ أَدْنَاهُ ، وَإِذَا سَجَدَ ، فَقَالَ فِي سُجُودِهِ : سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى ثَلاَثَ مَرَّاتٍ ، فَقَدْ تَمَّ سُجُودُهُ ، وَذَلِكَ أَدْنَاهُ. (رواه الترمذى وابوداؤد وابن ماجه)
হাদীস নং: ১৪৮
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ রুকু ও সিজদায় কী পাঠ করবে?
১৪৮. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত যে, নবী কারীম ﷺ তাঁর রুকূ ও সিজদায় 'সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুল মালায়িকাতি ওয়ার রূহ্' (আল্লাহ্ অতি পবিত্র, সমস্ত প্রশংসা তাঁরই প্রাপ্য, তিনি ফিরিশতাকুল ও রূহের (জিব্রাঈল (আ.) এর প্রতিপালক) পাঠ করতেন। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ « فِي رُكُوعِهِ وَسُجُودِهِ سُبُّوحٌ قُدُّوسٌ ، رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ » (رواه مسلم)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৯
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ রুকু ও সিজদায় কী পাঠ করবে?
১৪৯. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: নবী কারীম ﷺ তার রুকু ও সিজদায় سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي হে আল্লাহ! হে আমাদের প্রতিপালক! আমি তোমার প্রশাংসার পবিত্রতা ঘোষণা করছি। হে আল্লাহ্, আমাকে ক্ষমা কর। কুরআনের নির্দেশ অনুযায়ী তিনি এরূপ করতেন। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : " كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ أَنْ يَقُولَ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ : سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي " يَتَأَوَّلُ القُرْآنَ. (رواه البخارى ومسلم)
হাদীস নং: ১৫০
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ রুকু ও সিজদায় কী পাঠ করবে?
১৫০. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এর রাতে আমি নবী কারীম ﷺ কে বিছানায় পেলাম না। তারপর তাঁর খোঁজে বের হলাম। এক পর্যায়ে আমার হাত তাঁর পায়ের তালু স্পর্শ করল আর তখন তিনি মসজিদে সালাতরত ছিলেন এবং উভয় পা খাড়া অবস্থায় ছিল। তিনি সিজদারত অবস্থায় পাঠ করছিলেন اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطَكَ ....... عَلَى نَفْسِكَ "হে আল্লাহ্! আমি ক্ষমা চাই, তোমার সন্তোষের, তোমার ক্রোধ হতে, তোমার ক্ষমা, তোমার শাস্তি হতে এবং তোমার পাকড়াও থেকে তোমারই আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ্! তুমি তোমার যেরূপ প্রশংসা করেছ, আমি তোমার সেরূপ প্রশংসা করার সামর্থ্য রাখি না। (শুধু এটুকু বলতে পারি) তুমিও তেমনি, যেমনটি তুমি নিজের প্রশংসায় নিজে ঘোষণা করেছ। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ عَائِشَةَ ، قَالَتْ : فَقَدْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً مِنَ الْفِرَاشِ فَالْتَمَسْتُهُ فَوَقَعَتْ يَدِي عَلَى بَطْنِ قَدَمَيْهِ وَهُوَ فِي الْمَسْجِدِ وَهُمَا مَنْصُوبَتَانِ وَهُوَ يَقُولُ : « اللهُمَّ أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ ، وَأَعُوذُ بِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ » (رواه مسلم)
হাদীস নং: ১৫১
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ রুকু ও সিজদায় কী পাঠ করবে?
১৫১. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: নবী কারীম ﷺ সিজদায় বলতেন "হে আল্লাহ্! তুমি আমার ছোট-বড় প্রথম শেষ, প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল গুনাহ ক্ষমা কর।” (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِىَ اللهُ عَنْهُ قَالَ : كَانَ النَّبِىُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : « فِي سُجُودِهِ اللهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ دِقَّهُ ، وَجِلَّهُ ، وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ » (رواه مسلم)
হাদীস নং: ১৫২
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ রুকু ও সিজদায় কুরআন পাঠ করবে না
১৫২. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: রুকু ও সিজদারত অবস্থায় আমাকে কিরা'আত পাঠ করতে নিষেধ করা হয়েছে। তোমরা রুকূতে আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করবে এবং সিজদায় গভীর মনোযোগসহ দু'আ করবে। আশা করা যায়, তোমাদের দু'আ কবুল হবে। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَلَا إِنِّي نُهِيتُ أَنْ أَقْرَأَ الْقُرْآنَ رَاكِعًا أَوْ سَاجِدًا ، فَأَمَّا الرُّكُوعُ فَعَظِّمُوا فِيهِ الرَّبَّ ، وَأَمَّا السُّجُودُ فَاجْتَهِدُوا فِي الدُّعَاءِ ، فَقَمِنٌ أَنْ يُسْتَجَابَ لَكُمْ » (رواه مسلم)
হাদীস নং: ১৫৩
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ সিজদার ফযীলাত
১৫৩. হযরত মা'দান ইবনে তালহা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একবার রাসূলুল্লাহ ﷺ-এর আযাদকৃত দাস সাওবান (রা)-এর সাথে সাক্ষাৎ করে তাঁকে বললাম: আপনি আমাকে এমন কাজের কথা বলুন যা করলে আল্লাহ্ তার বিনিময়ে আমাকে জান্নাতবাসী করবেন। তিনি নীরব হয়ে গেলেন, তারপর আমি তাঁকে পুনঃ জিজ্ঞেস করলাম, এবারও তিনি নীরব রইলেন। তৃতীয় বারের মত আমি তাঁকে জিজ্ঞেস করলাম, জবাবে তিনি বললেনঃ আমি নিজেও এ বিষয়ে রাসূলুল্লাহ ﷺ-এর কাছে জিজ্ঞেস করেছিলাম, তখন তিনি আমাকে বলেছিলেনঃ তুমি আল্লাহর উদ্দেশ্যে বেশি বেশি সিজদা করবে। কারণ তুমি আল্লাহকে যত বেশি সিজদা করবে, তিনি তোমার মর্যাদা তত সমুন্নত করবেন এবং তোমার পাপমোচন করে দিবেন। মা'দান বলেন, এর পর আমি আবূ দারদা (রা) এর সাথে সাক্ষাৎ করলাম এবং তাকেও এ বিষয়ে জিজ্ঞেস করলাম। তিনিও আমাকে সাওবানের ন্যায় জবাব দিলেন। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ مَعْدَانِ بْنُ طَلْحَةَ قَالَ : لَقِيتُ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقُلْتُ : أَخْبِرْنِي بِعَمَلٍ أَعْمَلُهُ يُدْخِلُنِي اللهُ بِهِ الْجَنَّةَ؟ فَسَكَتَ. ثُمَّ سَأَلْتُهُ فَسَكَتَ. ثُمَّ سَأَلْتُهُ الثَّالِثَةَ فَقَالَ : سَأَلْتُ عَنْ ذَلِكَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : « عَلَيْكَ بِكَثْرَةِ السُّجُودِ لِلَّهِ ، فَإِنَّكَ لَا تَسْجُدُ لِلَّهِ سَجْدَةً ، إِلَّا رَفَعَكَ اللهُ بِهَا دَرَجَةً ، وَحَطَّ عَنْكَ بِهَا خَطِيئَةً » قَالَ مَعْدَانُ : ثُمَّ لَقِيتُ أَبَا الدَّرْدَاءِ فَسَأَلْتُهُ فَقَالَ لِي : مِثْلَ مَا قَالَ ثَوْبَانُ. (رواه مسلم)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৪
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ সিজদার ফযীলাত
১৫৪. হযরত রাবী'আ ইবনে কা'ব (রা) রাসূলুল্লাহ ﷺ-এর খাস খাদিম থেকে বর্ণিত। তিনি বলেন: আমি রাসূলুল্লাহ ﷺ-এর সাথে রাত যাপন করতাম। একবার আমি (তাহাজ্জুদের জন্য) তাঁর উযূ ও ইস্তিঞ্জার পানি উপস্থিত করলাম। এসময় তিনি আমাকে বললেন: আমার কাছে তোমার বিশেষ কোন কিছু চাইবার থাকলে চাইতে পার, আমি বললাম, জান্নাতে আপনার সাথী হতে চাই। তিনি বললেন: এছাড়া আরো কিছু? আমি বললাম: আমি ত এই-ই চাই। তিনি বললেন: বেশি বেশি সিজদা করে তুমি আমাকে এ ব্যাপারে সাহায্য কর। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ رَبِيعَةَ بْنِ كَعْبٍ قَالَ : كُنْتُ أَبِيتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَيْتُهُ بِوَضُوئِهِ وَحَاجَتِهِ فَقَالَ لِي : « سَلْ » فَقُلْتُ : أَسْأَلُكَ مُرَافَقَتَكَ فِي الْجَنَّةِ. قَالَ : « أَوْ غَيْرَ ذَلِكَ » قُلْتُ : هُوَ ذَاكَ. قَالَ : « فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ »
(رواه مسلم)
হাদীস নং: ১৫৫
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ সালাতের কিয়াম ও বৈঠক

রুকু ও সিজদার মধ্যে যেমন কিয়ামের নির্দেশ রয়েছে তেমনি এক রাক'আতের দুই সিজদার মধ্যে বৈঠক করার বিষয়টিও শরী'আত কর্তৃক নির্ধারিত। এ সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ-এর দিক নির্দেশনা ও আমল নিম্নোক্ত হাদীসসমূহ পাঠ করার মধ্য দিয়ে জানা যেতে পারে।
১৫৫. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: ইমাম যখন 'সামি'আল্লাহু লিমান হামিদাহ' বলে, তখন তোমরা (মুক্তাদীগণ) 'আল্লাহুম্মা রাব্বানা লাকাল হাম্দ' (হে আল্লাহ্! হে আমাদের প্রতিপালক! তোমারই জন্য সর্ববিধ প্রশংসা) বলবে। তবে যার কথা ফিরিশতাগণের কথার অনুরূপ হবে তার পূর্ববর্তী পাপ ক্ষমা করা হবে।” (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِذَا قَالَ الإِمَامُ : سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ، فَقُولُوا : اللَّهُمَّ رَبَّنَا لَكَ الحَمْدُ ، فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ المَلاَئِكَةِ ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ " (رواه البخارى ومسلم)
হাদীস নং: ১৫৬
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ সালাতের কিয়াম ও বৈঠক
১৫৬. হযরত আবদুল্লাহ্ ইবনে আবূ আওফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ যখন রুকু থেকে পিঠ সোজা করতেন তখন বলতেন 'সামি'আল্লাহু লিমান হামিদাহ, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হাম্দ মিল'আস্ সামাওয়াতি ওয়া মিল'আল আরদি ওয়ামিল আ'মাশি'তা মিন শায়্যিন বা'দু'। তাঁর প্রশংসা করে তিনি তার প্রশংসা করে তিনি তাঁর প্রশংসা শুনেন। হে আমাদের প্রতিপালক! তোমার প্রশংসায় আসমান পরিপূর্ণ, যমীন পরিপূর্ণ, এর পর তুমি যা চাও তা পরিপূর্ণ তোমারই প্রশংসায় (মুসলিম)।
کتاب الصلوٰۃ
عَنِ ابْنِ أَبِي أَوْفَى ، قَالَ : كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، إِذَا رَفَعَ ظَهْرَهُ مِنَ الرُّكُوعِ ، قَالَ : « سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ ، اللهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ ، مِلْءُ السَّمَاوَاتِ ، وَمِلْءُ الْأَرْضِ وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ »
(رواه مسلم)
হাদীস নং: ১৫৭
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ সালাতের কিয়াম ও বৈঠক
১৫৭. হযরত রিফা'আ ইবনে রাফি (রা) থেকে বর্ণিত। তিনি বলেন। আমরা নবী কারীম ﷺ এর পেছনে সালাত আদায় করছিলাম। যখন তিনি রুকূ হতে মাথা উঠালেন তখন বললেন: 'সামিআল্লাহু লিমান হামিদাহ' এ সময় তাঁর পেছনে এক ব্যক্তি বলল: "রাব্বানা ওয়ালাকাল হাম্দ, হামদান কাসীরান, তায়্যিবান মুবারকান ফিহি। হে আমাদের প্রতিপালক! তোমারই জন্য প্রশংসা, অসংখ্য প্রশংসা, পবিত্র ও বরকতময় প্রশংসা।" এরপর যখন তিনি সালাত শেষ করলেন তখন বললেন: এই মাত্র কে এরূপ বলল? তখন সে জবাব দিল: আমি। তিনি বললেন: আমি ত্রিশজনের চেয়েও অধিক ফিরিশতাকে তাড়াহুড়া করে লিখতে দেখেছি যে, কে কার আগে লিখতে পারে। (বুখারী)
کتاب الصلوٰۃ
عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ قَالَ : " كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ : سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ " ، فَقَالَ رَجُلٌ وَرَاءَهُ : رَبَّنَا وَلَكَ الحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ ، فَلَمَّا انْصَرَفَ ، قَالَ : « مَنِ المُتَكَلِّمُ » قَالَ : أَنَا ، قَالَ : « رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلاً »
(رواه البخارى)
হাদীস নং: ১৫৮
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ সালাতের কিয়াম ও বৈঠক
১৫৮. হযরত হুযায়ফা (রা) থেকে বর্ণিত যে, নবী কারীম ﷺ দুই সিজদার মাঝখানে বলতেন : رَبِّ اغْفرلی "হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা কর।" (নাসায়ী ও দারিমী)
کتاب الصلوٰۃ
عَنْ حُذَيْفَةَ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ : « رَبِّ اغْفِرْ لِي » (رواه النسائى والدارمى)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৯
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ সালাতের কিয়াম ও বৈঠক
১৫৯. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: নবী কারীম ﷺ দুই সিজদার মাঝখানে বলতেন: اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَعَافِنِي وَارْزُقْنِي ("আল্লাহুম্মামাগফির লী ওয়ারহামনী ওয়াহদিনী ওয়ারযুকনী।")
হে আল্লাহ্! আমাকে ক্ষমা কর, আমাকে দয়া কর, আমাকে হিদায়াত দান কর এবং আমাকে রিযক দাও।" (আবূ দাউদ ও তিরমিযী)
کتاب الصلوٰۃ
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ : « اللَّهُمَّ اغْفِرْ لِي ، وَارْحَمْنِي ، وَعَافِنِي ، وَاهْدِنِي ، وَارْزُقْنِي »
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬০
সলাত অধ্যায়
পরিচ্ছেদঃ সালাতের কিয়াম ও বৈঠক
১৬০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: নবী কারীম ﷺ যখন 'সামি'আল্লাহু লিমান হামিদাহ' বলতেন তখন সোজা হয়ে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন যে, আমরা মনে করতাম, হয়ত তাঁর সাহু (ভুল) হয়ে গিয়েছে। অতঃপর তিনি সিজদা করতেন এবং দুই সিজদার মাঝখানে এত দীর্ঘ সময় বসে থাকতেন যে, আমরা মনে করতাম, তিনি হয়ত ভুলে গেছেন। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ أَنَسٍ ، قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَالَ : « سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ » قَامَ ، حَتَّى نَقُولَ قَدْ أَوْهَمَ ، ثُمَّ يَسْجُدُ وَيَقْعُدُ بَيْنَ السَّجْدَتَيْنِ حَتَّى نَقُولَ قَدْ أَوْهَمَ.
(رواه مسلم)