মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১৫১
সলাত অধ্যায়
রুকু ও সিজদায় কী পাঠ করবে?
১৫১. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: নবী কারীম ﷺ সিজদায় বলতেন "হে আল্লাহ্! তুমি আমার ছোট-বড় প্রথম শেষ, প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল গুনাহ ক্ষমা কর।” (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِىَ اللهُ عَنْهُ قَالَ : كَانَ النَّبِىُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : « فِي سُجُودِهِ اللهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ دِقَّهُ ، وَجِلَّهُ ، وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ » (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

বিভিন্ন অবস্থা বিশ্লেষণপূর্বক কিছু সংখ্যক আলিম বলেন, নবী কারীম ﷺ বেশিরভাগ ক্ষেত্রে তাঁর তাহাজ্জুদ ও অপরাপর নফল সালাতের রুকু সিজদায় এই দু'আসমূহ পাঠ করতেন। কিন্তু কোন কোন সময় ফরয সালাতেও যে তিনি এসব দু'আ পাঠ করতেন তারও প্রমাণ রয়েছে।

কাজেই আল্লাহ্ যদি তাওফীক দেন এবং লোকেরা যদি এই বরকতপূর্ণ দু'আর মর্ম বুঝে, তবে রুকু ও সিজদায় কখনো কখনো তা পাঠ করা চাই। বিশেষ করে নফল সালাতে যেহেতু সালাতকে দীর্ঘায়িত করার স্বাধীনতা রয়েছে তাই রুকূ ও সিজদায় তা পাঠ করা যেতে পারে। তবে ফরয সালাতে মুক্তাদীর যাতে কষ্ট না হয়, সে ব্যাপারে ইমামের সতর্ক থাকা প্রয়োজন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান