মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১৫০
সলাত অধ্যায়
রুকু ও সিজদায় কী পাঠ করবে?
১৫০. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এর রাতে আমি নবী কারীম ﷺ কে বিছানায় পেলাম না। তারপর তাঁর খোঁজে বের হলাম। এক পর্যায়ে আমার হাত তাঁর পায়ের তালু স্পর্শ করল আর তখন তিনি মসজিদে সালাতরত ছিলেন এবং উভয় পা খাড়া অবস্থায় ছিল। তিনি সিজদারত অবস্থায় পাঠ করছিলেন اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطَكَ ....... عَلَى نَفْسِكَ "হে আল্লাহ্! আমি ক্ষমা চাই, তোমার সন্তোষের, তোমার ক্রোধ হতে, তোমার ক্ষমা, তোমার শাস্তি হতে এবং তোমার পাকড়াও থেকে তোমারই আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ্! তুমি তোমার যেরূপ প্রশংসা করেছ, আমি তোমার সেরূপ প্রশংসা করার সামর্থ্য রাখি না। (শুধু এটুকু বলতে পারি) তুমিও তেমনি, যেমনটি তুমি নিজের প্রশংসায় নিজে ঘোষণা করেছ। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ عَائِشَةَ ، قَالَتْ : فَقَدْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً مِنَ الْفِرَاشِ فَالْتَمَسْتُهُ فَوَقَعَتْ يَدِي عَلَى بَطْنِ قَدَمَيْهِ وَهُوَ فِي الْمَسْجِدِ وَهُمَا مَنْصُوبَتَانِ وَهُوَ يَقُولُ : « اللهُمَّ أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ ، وَأَعُوذُ بِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ » (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

বিভিন্ন অবস্থা বিশ্লেষণপূর্বক কিছু সংখ্যক আলিম বলেন, নবী কারীম ﷺ বেশিরভাগ ক্ষেত্রে তাঁর তাহাজ্জুদ ও অপরাপর নফল সালাতের রুকু সিজদায় এই দু'আসমূহ পাঠ করতেন। কিন্তু কোন কোন সময় ফরয সালাতেও যে তিনি এসব দু'আ পাঠ করতেন তারও প্রমাণ রয়েছে।

কাজেই আল্লাহ্ যদি তাওফীক দেন এবং লোকেরা যদি এই বরকতপূর্ণ দু'আর মর্ম বুঝে, তবে রুকু ও সিজদায় কখনো কখনো তা পাঠ করা চাই। বিশেষ করে নফল সালাতে যেহেতু সালাতকে দীর্ঘায়িত করার স্বাধীনতা রয়েছে তাই রুকূ ও সিজদায় তা পাঠ করা যেতে পারে। তবে ফরয সালাতে মুক্তাদীর যাতে কষ্ট না হয়, সে ব্যাপারে ইমামের সতর্ক থাকা প্রয়োজন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান