মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১৪৯
সলাত অধ্যায়
রুকু ও সিজদায় কী পাঠ করবে?
১৪৯. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: নবী কারীম ﷺ তার রুকু ও সিজদায় سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي হে আল্লাহ! হে আমাদের প্রতিপালক! আমি তোমার প্রশাংসার পবিত্রতা ঘোষণা করছি। হে আল্লাহ্, আমাকে ক্ষমা কর। কুরআনের নির্দেশ অনুযায়ী তিনি এরূপ করতেন। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : " كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ أَنْ يَقُولَ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ : سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي " يَتَأَوَّلُ القُرْآنَ. (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

হযরত আয়েশা (রা) বর্ণিত হাদীসের শেষ বাক্য يَتَاوَّلُ الْقُرْآنُ এর মর্ম হচ্ছে এই যে, সূরা নাসরে আল্লাহ্ তা'আলা তাঁকে 'ফা সাব্বিহ্ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু' (তুমি প্রশংসা কর এবং তাঁর নিকট ক্ষমা চেয়ে নিও।) আয়াত দ্বারা যে তাঁর সপ্রশংস গুণকীর্তন করার এবং মাগফিরাত কামনার নির্দেশ দিয়েছেন তা কার্যে পরিণত করার লক্ষ্যেই মূলত তিনি রুকূ ও সিজদায় আল্লাহর সপ্রশংসা গুনাগুণ ও ক্ষমা চেয়ে নিতেন। হযরত আয়েশা (রা) সূত্রে এও বর্ণিত আছে যে, সূরা নাসর অবর্তীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ ﷺ কেবল রুকু ও সিজদায়-ই নয় বরং আল্লাহ্ সপ্রশংস গুণকীর্তন ও ক্ষমা চাওয়া সম্বলিত বাণী বেশি বেশি পাঠ করতে থাকেন। আল্লাহ্ তা'আলা আমাদের সবাইকে তাঁর অনুসরণের তাওফীক দিন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান