মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১৪৮
সলাত অধ্যায়
রুকু ও সিজদায় কী পাঠ করবে?
১৪৮. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত যে, নবী কারীম ﷺ তাঁর রুকূ ও সিজদায় 'সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুল মালায়িকাতি ওয়ার রূহ্' (আল্লাহ্ অতি পবিত্র, সমস্ত প্রশংসা তাঁরই প্রাপ্য, তিনি ফিরিশতাকুল ও রূহের (জিব্রাঈল (আ.) এর প্রতিপালক) পাঠ করতেন। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ « فِي رُكُوعِهِ وَسُجُودِهِ سُبُّوحٌ قُدُّوسٌ ، رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ » (رواه مسلم)