মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১৫৫
সলাত অধ্যায়
সালাতের কিয়াম ও বৈঠক

রুকু ও সিজদার মধ্যে যেমন কিয়ামের নির্দেশ রয়েছে তেমনি এক রাক'আতের দুই সিজদার মধ্যে বৈঠক করার বিষয়টিও শরী'আত কর্তৃক নির্ধারিত। এ সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ-এর দিক নির্দেশনা ও আমল নিম্নোক্ত হাদীসসমূহ পাঠ করার মধ্য দিয়ে জানা যেতে পারে।
১৫৫. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: ইমাম যখন 'সামি'আল্লাহু লিমান হামিদাহ' বলে, তখন তোমরা (মুক্তাদীগণ) 'আল্লাহুম্মা রাব্বানা লাকাল হাম্দ' (হে আল্লাহ্! হে আমাদের প্রতিপালক! তোমারই জন্য সর্ববিধ প্রশংসা) বলবে। তবে যার কথা ফিরিশতাগণের কথার অনুরূপ হবে তার পূর্ববর্তী পাপ ক্ষমা করা হবে।” (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِذَا قَالَ الإِمَامُ : سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ، فَقُولُوا : اللَّهُمَّ رَبَّنَا لَكَ الحَمْدُ ، فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ المَلاَئِكَةِ ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ " (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

ইমাম যখন রুকু থেকে উঠার সময় 'সামিআল্লাহু লিমান হামিদাহ' বলে, তখন ফিরিশতাকুল 'আল্লাহুম্মা রাব্বানা লাকাল হাম্দ' বলেন। এই হাদীসে রাসূলুল্লাহ ﷺ ইমামের পেছনের মুক্তাদীদের এই মর্মে নির্দেশ দিয়েছেন যে, তারাও যেন এই বাক্যটি বলে। তিনি আরো বলেন যার এই বাক্যটি ফিরিশতাগণের ন্যায় হবে তার পূববর্তী গুনাহ ক্ষমা করা হবে। তাদের অনুরূপ হওয়ার মর্ম হলো, আগে পরে না করে তাঁদের সাথে সাথে বলা।

মা'আরিফুল হাদীসের বিভিন্ন স্থানে আমি (গ্রন্থকার) একথা বার বার লিখেছি যে সব হাদীসে বিশেষ কোন কাজের বরকতে গুনাহ ক্ষমা করার সুসংবাদ শুনান হয়েছে তাতে মূলত: সাগীরা গুনাহ বুঝানো হয়েছে। কাবীরা গুনাহের ব্যাপারে কুরআন-সুন্নাহ্ সূত্রে জানা যায় যে, এ গুনাহ থেকে ক্ষমা পাবার পথ হলো তাওবা। তবে এক্ষেত্রেও রয়েছে আল্লাহর পূর্ণ ইখতিয়ার। তিনি নিজ দয়ায় যাকে ইচ্ছা তার বড় বড় গুনাহ ক্ষমা করে দেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান