মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১৫৬
সলাত অধ্যায়
সালাতের কিয়াম ও বৈঠক
১৫৬. হযরত আবদুল্লাহ্ ইবনে আবূ আওফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ যখন রুকু থেকে পিঠ সোজা করতেন তখন বলতেন 'সামি'আল্লাহু লিমান হামিদাহ, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হাম্দ মিল'আস্ সামাওয়াতি ওয়া মিল'আল আরদি ওয়ামিল আ'মাশি'তা মিন শায়্যিন বা'দু'। তাঁর প্রশংসা করে তিনি তার প্রশংসা করে তিনি তাঁর প্রশংসা শুনেন। হে আমাদের প্রতিপালক! তোমার প্রশংসায় আসমান পরিপূর্ণ, যমীন পরিপূর্ণ, এর পর তুমি যা চাও তা পরিপূর্ণ তোমারই প্রশংসায় (মুসলিম)।
کتاب الصلوٰۃ
عَنِ ابْنِ أَبِي أَوْفَى ، قَالَ : كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، إِذَا رَفَعَ ظَهْرَهُ مِنَ الرُّكُوعِ ، قَالَ : « سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ ، اللهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ ، مِلْءُ السَّمَاوَاتِ ، وَمِلْءُ الْأَرْضِ وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ »
(رواه مسلم)
(رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
সহীহ্ মুসলিম হযরত আবূ সাঈদ খুদরী (রা) সূত্রে কিয়াম অবস্থায় এই দু'আই কিছু অতিরিক্ত শব্দসহ বর্ণিত হয়েছে। এর দ্বারা পরিষ্কার জানা যায় যে, রাসূলুল্লাহ ﷺ 'সামি'আল্লাহু লিমান হামিদাহ' বলার পর কখনো কেবল 'রাব্বানা লাকাল হামদ' বলতেন। আবার কখনো কিছু শব্দ বাড়িয়ে বলতেন, যেমন- আবদুল্লাহ্ ইবনে আওফা (রা) বর্ণিত হাদীস থেকে জানা যায়। আবার কখনো তার চেয়েও বেশি শব্দযোগে পাঠ করতেন যেমনটি হযরত আবু সাঈদ খুদরী (রা) বর্ণিত হাদীস থেকে জানা যায়। এভাবে তাঁর কিয়াম কখনো কখনো এত দীর্ঘ হতো যে, লোকেরা সন্দেহ করতেন যে সাহু (ভুল) হয়েছে। যেমনটি পরবর্তী হযরত আনাসের রিওয়ায়াত থেকে জানা যাবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)