মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১৫৪
সলাত অধ্যায়
সিজদার ফযীলাত
১৫৪. হযরত রাবী'আ ইবনে কা'ব (রা) রাসূলুল্লাহ ﷺ-এর খাস খাদিম থেকে বর্ণিত। তিনি বলেন: আমি রাসূলুল্লাহ ﷺ-এর সাথে রাত যাপন করতাম। একবার আমি (তাহাজ্জুদের জন্য) তাঁর উযূ ও ইস্তিঞ্জার পানি উপস্থিত করলাম। এসময় তিনি আমাকে বললেন: আমার কাছে তোমার বিশেষ কোন কিছু চাইবার থাকলে চাইতে পার, আমি বললাম, জান্নাতে আপনার সাথী হতে চাই। তিনি বললেন: এছাড়া আরো কিছু? আমি বললাম: আমি ত এই-ই চাই। তিনি বললেন: বেশি বেশি সিজদা করে তুমি আমাকে এ ব্যাপারে সাহায্য কর। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ رَبِيعَةَ بْنِ كَعْبٍ قَالَ : كُنْتُ أَبِيتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَيْتُهُ بِوَضُوئِهِ وَحَاجَتِهِ فَقَالَ لِي : « سَلْ » فَقُلْتُ : أَسْأَلُكَ مُرَافَقَتَكَ فِي الْجَنَّةِ. قَالَ : « أَوْ غَيْرَ ذَلِكَ » قُلْتُ : هُوَ ذَاكَ. قَالَ : « فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ »
(رواه مسلم)
(رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাগণের অবস্থা কখনো কখনো এরূপ হয় যে, তাঁরা তাঁর রহমত লাভের অনুকূল অবস্থা বুঝতে পারেন এবং তাঁরা এও বুঝতে পারেন যে, এ অবস্থায় কিছু আশা করলে আল্লাহ্ চাহেত তাঁরা তা লাভ করবেন। বলাবাহুল্য, নবী কারীম ﷺ যখন রাবী'আ ইবনে মালিকের খিদমতে সন্তুষ্ট হয়ে একে কিছু চাইতে বললেন এবং আশ্বাস দিলেন যে, তাকে প্রার্থিত বস্তু দেওয়া হবে। সম্ভবত তখন দু'আ কবুলের সময় ছিল। কিন্তু জবাবে তিনি জান্নাতে তাঁর সাহচর্য লাভের কথা জানালেন। নবী কারীম ﷺ তাঁর জন্য কিছু পাওয়ার ইচ্ছা আছে কি-না জানতে চাইলে তিনি পুনরায় সাহচর্যের কামনা করে বলেন তাঁর অন্য কোন চাহিদা নেই। এরপর রাসূলুল্লাহ ﷺ তাঁকে বললেন: তুমি বেশি বেশি সিজদা করে আমাকে সাহায্য কর। একথা বলে তিনি যেন বুঝাতে চেয়েছেন যে, তুমি যে জান্নাতে আমার সাহচর্য চাও তা বিরাট মর্যাদার ব্যাপার। আমি এ বিষয়ে তোমার জন্য আল্লাহর কাছে দু'আ করব। এ দুর্লভমর্যাদা লাভের লক্ষ্যে নিজকে উপযুক্ত রূপে গড়ে তোলার উদ্দেশ্যে কার্যকরভাবে প্রচেষ্টা চালিয়ে যাও। এ দুর্লভ মর্যাদা লাভের ক্ষেত্রে সহায়ক হতে পারে আল্লাহর উদ্দেশ্যে বেশি বেশি সিজদা করা। সুতরাং তুমি বেশি বেশি সিজদা করে তোমাকে সহযোগিতা কর এবং নিজের আমল দ্বারা দু'আ করে আমার দু'আর শক্তি বৃদ্ধি কর।
প্রকাশ থাকে যে, হযরত রাবী'আ (রা) বর্ণিত হাদীস এবং সাত্তবান (রা) বর্ণিত হাদীসে উদ্ধৃত অধিক সিজদা দ্বারা বেশি বেশি সালাত আদায় বুঝানো হয়েছে। কিন্তু জান্নাত লাভ এবং তাতে নবী কারীম ﷺ এর সাহচর্য লাভের ক্ষেত্রে সালাতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সিজদা বিশাল স্থান দখল করে আছে। তাই অধিক সালাত আদায়ের স্থলে অধিক সিজদা শব্দ ব্যবহার করা হয়েছে।
প্রকাশ থাকে যে, হযরত রাবী'আ (রা) বর্ণিত হাদীস এবং সাত্তবান (রা) বর্ণিত হাদীসে উদ্ধৃত অধিক সিজদা দ্বারা বেশি বেশি সালাত আদায় বুঝানো হয়েছে। কিন্তু জান্নাত লাভ এবং তাতে নবী কারীম ﷺ এর সাহচর্য লাভের ক্ষেত্রে সালাতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সিজদা বিশাল স্থান দখল করে আছে। তাই অধিক সালাত আদায়ের স্থলে অধিক সিজদা শব্দ ব্যবহার করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)