মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১৫৩
সলাত অধ্যায়
সিজদার ফযীলাত
১৫৩. হযরত মা'দান ইবনে তালহা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একবার রাসূলুল্লাহ ﷺ-এর আযাদকৃত দাস সাওবান (রা)-এর সাথে সাক্ষাৎ করে তাঁকে বললাম: আপনি আমাকে এমন কাজের কথা বলুন যা করলে আল্লাহ্ তার বিনিময়ে আমাকে জান্নাতবাসী করবেন। তিনি নীরব হয়ে গেলেন, তারপর আমি তাঁকে পুনঃ জিজ্ঞেস করলাম, এবারও তিনি নীরব রইলেন। তৃতীয় বারের মত আমি তাঁকে জিজ্ঞেস করলাম, জবাবে তিনি বললেনঃ আমি নিজেও এ বিষয়ে রাসূলুল্লাহ ﷺ-এর কাছে জিজ্ঞেস করেছিলাম, তখন তিনি আমাকে বলেছিলেনঃ তুমি আল্লাহর উদ্দেশ্যে বেশি বেশি সিজদা করবে। কারণ তুমি আল্লাহকে যত বেশি সিজদা করবে, তিনি তোমার মর্যাদা তত সমুন্নত করবেন এবং তোমার পাপমোচন করে দিবেন। মা'দান বলেন, এর পর আমি আবূ দারদা (রা) এর সাথে সাক্ষাৎ করলাম এবং তাকেও এ বিষয়ে জিজ্ঞেস করলাম। তিনিও আমাকে সাওবানের ন্যায় জবাব দিলেন। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ مَعْدَانِ بْنُ طَلْحَةَ قَالَ : لَقِيتُ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقُلْتُ : أَخْبِرْنِي بِعَمَلٍ أَعْمَلُهُ يُدْخِلُنِي اللهُ بِهِ الْجَنَّةَ؟ فَسَكَتَ. ثُمَّ سَأَلْتُهُ فَسَكَتَ. ثُمَّ سَأَلْتُهُ الثَّالِثَةَ فَقَالَ : سَأَلْتُ عَنْ ذَلِكَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : « عَلَيْكَ بِكَثْرَةِ السُّجُودِ لِلَّهِ ، فَإِنَّكَ لَا تَسْجُدُ لِلَّهِ سَجْدَةً ، إِلَّا رَفَعَكَ اللهُ بِهَا دَرَجَةً ، وَحَطَّ عَنْكَ بِهَا خَطِيئَةً » قَالَ مَعْدَانُ : ثُمَّ لَقِيتُ أَبَا الدَّرْدَاءِ فَسَأَلْتُهُ فَقَالَ لِي : مِثْلَ مَا قَالَ ثَوْبَانُ. (رواه مسلم)
tahqiqতাহকীক:তাহকীক চলমান