মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১৫৭
সলাত অধ্যায়
সালাতের কিয়াম ও বৈঠক
১৫৭. হযরত রিফা'আ ইবনে রাফি (রা) থেকে বর্ণিত। তিনি বলেন। আমরা নবী কারীম ﷺ এর পেছনে সালাত আদায় করছিলাম। যখন তিনি রুকূ হতে মাথা উঠালেন তখন বললেন: 'সামিআল্লাহু লিমান হামিদাহ' এ সময় তাঁর পেছনে এক ব্যক্তি বলল: "রাব্বানা ওয়ালাকাল হাম্দ, হামদান কাসীরান, তায়্যিবান মুবারকান ফিহি। হে আমাদের প্রতিপালক! তোমারই জন্য প্রশংসা, অসংখ্য প্রশংসা, পবিত্র ও বরকতময় প্রশংসা।" এরপর যখন তিনি সালাত শেষ করলেন তখন বললেন: এই মাত্র কে এরূপ বলল? তখন সে জবাব দিল: আমি। তিনি বললেন: আমি ত্রিশজনের চেয়েও অধিক ফিরিশতাকে তাড়াহুড়া করে লিখতে দেখেছি যে, কে কার আগে লিখতে পারে। (বুখারী)
کتاب الصلوٰۃ
عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ قَالَ : " كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ : سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ " ، فَقَالَ رَجُلٌ وَرَاءَهُ : رَبَّنَا وَلَكَ الحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ ، فَلَمَّا انْصَرَفَ ، قَالَ : « مَنِ المُتَكَلِّمُ » قَالَ : أَنَا ، قَالَ : « رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلاً »
(رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসে 'রাব্বানা ওয়া লাকাল হাম্দ হামদান কাসীরান' বাক্যটি উচ্চারণ করার পর তা লেখার জন্য যে ত্রিশজনেরও অধিক ফিরিশতার প্রতিযোগিতার বিষয় উল্লিখিত হয়েছে। তার বিশেষ কারণ সম্ভবত এই ঐ ব্যক্তি যখন তা বলেছিলেন তখন হয়ত তাঁর অন্তরে এক বিশেষ অবস্থার সৃষ্টি হয়েছিল যার ফলে তিনি আল্লাহর গুণকীর্তন ও বরকতপূর্ণ বাক্য বলে ফেলেছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান