আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

৭০৫৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম হযরত দোয়া রইল আল্লাহ পাক আপনাদের ভালো রাখুক আমিন। আমার প্রশ্নহলো অমুসলিম দেশে অমুসলিমদের কাছে নাকি এল্যকহল বিক্রি করা যায় একজন হুজুর বলেছিলো তাই আমরা কিছু এ্যলকহল উঠাইছিলাম? পরে আমার সন্দেহ লাগে বিষয় টা আবারো ভালো করি জানি জানলাম বিক্রি করা যাবে না। এখন আমার প্রশ্ন যে কিছু টাকার কেনা হয়েছে তাই বিক্রি করা যাবে কি-না?কারণ এখানে অনেক টাকার মদ কিনতে হয়েছে? প্রকাশ থাকে যে ব্যবসার অনেক টাকার লস ও আমরা অনেক টাকার দেনা আছি এমতাবস্থায় আমাদের জন্য কি করনীয় বিস্তারিত জানালে উপকৃত হবো আর আমাদের জন্য দোয়া করবেন আমরা প্রবাসে থাকি।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
৫ জুলাই, ২০২১
Benalmadena
৭০৪৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
বিষয়:- ফ্লাক্সি লোড দিয়ে ইনকাম করা প্রসঙ্গে।
"ক" ফ্লেক্সিলোডের ব্যবসা করে। কম্পানি তার লাভের জন্য মাঝেমাঝে তাকে অফার দেয়। যেমন ১০০০ মিনিটটের বান্ডেল অফার টির মূল্য ৬০৪ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা করে দেয়।
"ক" বিষয়টি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে "খ" কে জানাই।
"খ" বিষয়টি "গ" কে জানাই, কিন্তু সে মূল্য নির্ধারণ করে তিনশত ষাট টাকা।
"গ" অফারটি নিতে সম্মত হলে "খ" "গ" এর নাম্বারটি "ক" কে প্রদান করে। "ক" "গ" এর নাম্বারে বান্ডেল অফারটি প্রদান করে।
এরপর "খ" "গ" এর নিকট থেকে ৩৬০ টাকা বুঝে নেয় এবং "ক" কে ৩৫০ টাকা প্রদান করে।
উল্লেখ্য যে "খ" কর্তৃক বর্ধিত মূল্য অফার বিক্রি করার ব্যাপারে "ক" এর সম্মতি রয়েছে।
প্রশ্ন হল তাদের এই কার্যক্রম টি বৈধ হয়েছে কিনা?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
৫ জুলাই, ২০২১
২XFC+৩F২
৭০১৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম

প্রশ্ন ১***কুরবানির গোসতের কোন কোন অংশগুলো ভাগ করা জরুরি না? চর্বি, মাথা, মগজ, পায়া, ভুড়ি,, এগুলোও কি ৩ ভাগ করতে হবে??

প্রশ্ন ২* * গরীব দুস্থদের ভাগটা কি মসজিদে দেওয়া যাবে।? আমাদের এলাকায় মসজিদ থেকে মাংস বিলি করা হয়।

প্রশ্ন ৩** গরীব প্রতিবেশিদেরকে যে গোসত দেয়া হয় সেটা কোন ভাগ থেকে দিবো?? (৩ ভাগ=নিজের, আত্মীয়, গরীব-দুস্থ)।

প্রশ্ন ৪*** আত্মীয়দের ভাগটা নিয়ে করণিয় কি?? এটা নিজের কাছেই রাখা হয় আত্মীয়দের দাওয়াত খাওয়ানোর জন্য। সেই ক্ষেত্রে তো অই ভাগে সব গোসত আত্মীয়রা খায়না। নিজেদেরও খাওয়া হয়। এইক্ষেত্রে কি করা উচিত?

প্রশ্ন ৫*** মাঝে মধ্যে বিতর নামায ১ রাকাত নিয়ত করি। কিন্তু দেখা যায় দোয়া কুনুত না পড়েই সেজদায় চলে যাই। সেইক্ষেত্রে করণীয় কি? অই নামাযের ৩ রাকাত পড়বো নাকি নতুন করে শুরু করবো।??

দয়া করে আমাকে উপরোক্ত বিষয়গুলোতে পরিষ্কার করবেন। ধন্যবাদ
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
৫ জুলাই, ২০২১
৪৬XW+C৫২