প্রশ্নঃ ৭০৫৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম হযরত দোয়া রইল আল্লাহ পাক আপনাদের ভালো রাখুক আমিন। আমার প্রশ্নহলো অমুসলিম দেশে অমুসলিমদের কাছে নাকি এল্যকহল বিক্রি করা যায় একজন হুজুর বলেছিলো তাই আমরা কিছু এ্যলকহল উঠাইছিলাম? পরে আমার সন্দেহ লাগে বিষয় টা আবারো ভালো করি জানি জানলাম বিক্রি করা যাবে না। এখন আমার প্রশ্ন যে কিছু টাকার কেনা হয়েছে তাই বিক্রি করা যাবে কি-না?কারণ এখানে অনেক টাকার মদ কিনতে হয়েছে? প্রকাশ থাকে যে ব্যবসার অনেক টাকার লস ও আমরা অনেক টাকার দেনা আছি এমতাবস্থায় আমাদের জন্য কি করনীয় বিস্তারিত জানালে উপকৃত হবো আর আমাদের জন্য দোয়া করবেন আমরা প্রবাসে থাকি।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মুসলমানদের জন্য মদ, অ্যালকোহল অথবা কোন নেশাজাত দ্রব্য ক্রয়-বিক্রয় জায়েয নয়। মুসলমানদের কাছে বিক্রি যেমন নাজায়েয। কাফির-মুশরিকদের কাছে বিক্রি করাও একই কথা।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ، قَالَ سَمِعْتُ أَبَا عَاصِمٍ، عَنْ شَبِيبِ بْنِ بِشْرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْخَمْرِ عَشَرَةً عَاصِرَهَا وَمُعْتَصِرَهَا وَشَارِبَهَا وَحَامِلَهَا وَالْمَحْمُولَةَ إِلَيْهِ وَسَاقِيَهَا وَبَائِعَهَا وَآكِلَ ثَمَنِهَا وَالْمُشْتَرِيَ لَهَا وَالْمُشْتَرَاةَ لَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ أَنَسٍ . وَقَدْ رُوِيَ نَحْوُ هَذَا عَنِ ابْنِ عَبَّاسٍ وَابْنِ مَسْعُودٍ وَابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
আনাস ইবনু মালিক রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেন, শারাবের সাথে সম্পৃক্ত দশ শ্রেণীর লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম অভিসম্পাত করেছেন। এরা হলঃ মদ তৈরিকারী, মদের ফরমায়েশকারী, মদ পানকারী, মদ বহনকারী, যার জন্য মদ বহন করা হয়, মদ পরিবেশনকারী, মদ বিক্রয়কারী, এর মূল্য ভোগকারী, মদ ক্রেতা এবং যার জন্য মদ ক্রয় করা হয়।
—জামে' আত-তিরমিজি, হাদীস নং ১২৯৫
আপনি যদি ঋণগ্রস্ত এবং সংকটাপন্ন হয়ে থাকেন, তবে আপনার জন্য পরামর্শ দেব, ওগুলোকে ক্রয় মূল্যে ছেড়ে দিন। যে টাকা এর পিছনের ব্যয় করে ফেলেছেন সেগুলো উদ্ধার করুন। এখান থেকে লাভ করবেন না।
আর যদি ইতোমধ্যে কিছু লাভে বিক্রি করে ফেলেছেন তাহলে ঐ লাভের অংশটুকু সওয়াবের নিয়ত ছাড়া সদাকাহ করে দিন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন