প্রশ্নঃ ৭০৪৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহবিষয়:- ফ্লাক্সি লোড দিয়ে ইনকাম করা প্রসঙ্গে।"ক" ফ্লেক্সিলোডের ব্যবসা করে। কম্পানি তার লাভের জন্য মাঝেমাঝে তাকে অফার দেয়। যেমন ১০০০ মিনিটটের বান্ডেল অফার টির মূল্য ৬০৪ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা করে দেয়। "ক" বিষয়টি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে "খ" কে জানাই।"খ" বিষয়টি "গ" কে জানাই, কিন্তু সে মূল্য নির্ধারণ করে তিনশত ষাট টাকা।"গ" অফারটি নিতে সম্মত হলে "খ" "গ" এর নাম্বারটি "ক" কে প্রদান করে। "ক" "গ" এর নাম্বারে বান্ডেল অফারটি প্রদান করে।এরপর "খ" "গ" এর নিকট থেকে ৩৬০ টাকা বুঝে নেয় এবং "ক" কে ৩৫০ টাকা প্রদান করে।উল্লেখ্য যে "খ" কর্তৃক বর্ধিত মূল্য অফার বিক্রি করার ব্যাপারে "ক" এর সম্মতি রয়েছে।প্রশ্ন হল তাদের এই কার্যক্রম টি বৈধ হয়েছে কিনা?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নে বর্ণিত ফ্লেক্সিলোডের এই লেনদেন বৈধ।
"খ" গ্রাহক খুঁজে দেয়। মধ্যস্থতা করে। এর জন্য মেধা, শ্রম ও কিছু সময় ব্যয় করে। মোবাইলের ডাটা অথবা এসএমএস ব্যবহার করে। সবকিছু মিলিয়ে তার কিছু প্রাপ্য সাব্যস্ত হয়। বিধায় "খ' অতিরিক্ত ১০ টাকা নিতে পারবে।
এই লেনদেন আরেকটু স্বচ্ছ করলে এভাবে করতে হবে-
"ক" তার অফারগুলো "খ" এর কাছে বিক্রি করবে।
"খ" অফারগুলোর মূল্য বৃদ্ধি করে "গ" এর কাছে বিক্রি করবে। তাহলে আর সংশয়ের অবকাশ থাকবে না।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন