প্রশ্নঃ ৭০২০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু ওয়ালাইকুম হুজুর
আমি ইন্ডিয়া থেকে বলছি
আমার প্রশ্ন _১.যার বাবা মা নামাজ পড়ে না
তার ছেলে কি হারাম জন্ম হয় ,দলিল সহকারে জানান
২, জর্দা বিড়ি সিগারেট দোক্তা
এটা ইসলামে হারাম না হালাল আমাদের গ্রামের মুফতির
সঙ্গে এই ব্যাপারে ঝগড়া হয়েছে অনেক মুসল্লী দোক্তা খেয়ে মসজিদে ফেলছি তাই আমি এটা হারাম বললাম হুজুর আমাকে এই সঠিক দলিল দিয়ে বুঝিয়ে দিন এটা হারাম না হালাল,
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নামায না পড়া মারাত্মক কবীরাহ গুনাহ, হাদীস শরীফে যাকে কুফরের সমপর্যায়ের বলা হয়েছে। কিন্তু নামায না পড়লে সন্তান হারামজাদা হবে এই কথার কোন ভিত্তি নেই। কাফির-মুশরিকদের সন্তানও তো হারামজাদা নয়। সেখানে মুমিনের সন্তানকে এরকম কেন বলা হবে?
বৈধ স্বামী-স্ত্রী থেকে জন্ম নেয়া সন্তান কিছুতেই হারামজাদা হতে পারে না।
২. জর্দা, বিড়ি-সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে সন্দেহ নেই। হাদীস শরীফে নিজের ক্ষতি করতে এবং নিজে ক্ষতিগ্রস্ত হতে নিষেধ করা হয়েছে। এছাড়া এগুলো দ্বারা সম্পদের অপচয় হয় এবং জর্দা বিড়ি-সিগারেট খেলে অন্য মুসলমানদেরকে দুর্গন্ধ দ্বারা কষ্ট দেয়া হয়। কাউকে কষ্ট দেয়া, সম্পদের অপচয় করা, নিজের শরীরের ক্ষতি করা তিনটি ভিন্ন ভিন্নভাবে হারাম। যেহেতু বিড়ি-সিগারেট ও জর্দার মাধ্যমে এ হারামগুলো সংঘটিত হয় সুতরাং এগুলো অবশ্যই বর্জনীয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন