আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৮৭২৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
প্রিয় ভাই বিষয়টা হচ্ছে তালাকের,, মনে করেন কোন ঝগড়রার বা রাগ নিয়ে স্বামী স্ত্রীকে বলেন তোমার সাথে সম্পর্ক রাখব না, বা ডিভোর্স দিয়ে দিব,, ছেলেটা তার পরিবারের কাছে বললো এ-ই বউ রাখব না। পেচ ভাঙ্গার ব্যবস্তা কর, তারা রাজি না বউ তালাক দেওয়ার বিষয়ে।। এখন আমার কথায় কি বউ তালাক হয়ে গেছে।। যদি তালাক হয়ে যায় তবে ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে কেউ মানবে না। এ-ই সমাজ মানবে না। এ-ই রাষ্ট্র মানবে না। এখন তার কি করনিও।।। আমার প্রশ্নটা ভালো ভাবে বুজে উত্তর দিবেন।। এ-ই আশায় ব্যত্ত করছি।।।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৬ মে, ২০২২
বাঞ্ছারামপুর
#১৮৬০১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,
আমি একটি দোকানে চাকরি করি। সারাদিনের হিসাব রাতে মালিক কে বুজিয়ে দেই এবং সারাদিন এর খরচ ও বুজিয়ে দেই। এই খরচ এর টাকার সাথে আমার নিজের নাস্তা খাওয়ার টাকাও যোগ করে মোট খরচ এতো টাকা এইভাবে হিসাব দেয়া হয়। মালিক আলাদা করে জিজ্ঞেস করে না যে কিভাবে কতো টাকা খরচ হলো এবং আমার এই নাস্তা খাওয়ার টাকার কথা মালিক জানেন না বা ওনি আমাকে এমনটা বলেননি নাস্তা খাওয়ার টাকা লাগলে নেয়ার জন্য। এখন আমার এইভাবে নাস্তার টাকা নেয়াটা জায়েজ হচ্ছে কি বা আমি কোনো অপরাধ করছি কি..?
দয়া করে জানালে খুব উপকৃত হবো।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২১ মে, ২০২২
কংশনগর