আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মেয়াদ উত্তীর্ণ তারিখ গেপন রেখে পণ্য বিক্রি করা

প্রশ্নঃ ২৩৩৬১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মেয়ে,ছোটখাট একটা ব্যবসা করতাম কেক এর এবং কেক বানানোর যাবতীয় সরঞ্জাম নিয়ে। গত বছর আমার বিয়ে হয় এবং এই বছর আমি অন্তসত্তা হওয়ার কারনে আমার ব্যবসা প্রায়ই বন্ধ,কিন্তু আমার অনেক ব্যবসায়িক পণ্য রয়ে গেছে যেগুলো দিয়ে কেক বানায়। কিন্তু এসব পণ্যের গায়ে যে মেয়াদ লিখা থাকে ওইটা শেষ হয়ে গেছে, তবে পণ্যগুলো ভালো আছে। পচে গেছে এমন না। আমি নিজেও এই সব পন্য দিয়ে কেক বানিয়ে খাই। এমন অবস্থায় পণ্যগুলো আমি কম দামে গ্রাহকদের কাছে বিক্রি করতে পারব কিনা? এটা না জানিয়ে যে,পণ্যের প্যাকেটের গায়ে মেয়াদ নেই?

১৯ মার্চ, ২০২৩
কুমিল্লা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নাকারী! আপনি আপনার ওই পণ্যগুলো তার মেয়াদ উত্তীর্ণের কথা গোপন রেখে বিক্রি করতে পারবে না। তবে এগুলোর গায়ে থাকা মেয়াদ সম্পর্কে অবগত হওয়া পরও যদি কেউ সেগুলো কিনতে চায় তাহলে আপনি সেগুলো তার কাছে বিক্রি করতে পারবেন। তা না হলে নয়। কেননা মেয়াদ গোপন রেখে বিক্রি করা ধোঁকা এবং প্রতারণার শামিল। হাদিস শরিফে ইরশাদ হয়েছে-
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মুফতি সাইদুজ্জামান কাসেমি
শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন