আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৭০০৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
★আমি জেনারেল লাইন এর ছাত্র। এখন এখানে প্রতিটা পদে পদে নারী ফিতনা। স্কুল, প্রাইভেট এ গেলেই যেনো ঈমান কমায় নিয়ে বাড়ি আসি। তাই আমার ভালো লাগে না এমন পড়ালেখার জীবন। আবার বাড়ি থেকেও ঝামেলা করে। এখন ক্বওমি মাদ্রাসায় কি আমি এমনভাবে ssc দিয়ে কোথাও ভর্তি হতে পারব?আর যদি ভর্তি হবার সুযোগ থাকে তো বাবা মার আদের উপেক্ষা করে কি তা পারব?।।এইস এস সি তে আরো বড় ফিতনা ছেলে মেয়ে একই বেঞ্চে বসে...
★চার বা তিন রাকাত বিশিষ্ট নামাজে আমি ভুলে ১ম বৈঠক না করে ঊঠে গেলে, বসা উচিত না। কিন্তু কেউ যদি সাথে সাথে বসে অথবা কিছুদুর কিরাত পড়ার পর বা কিরাত না পড়ে কিছুক্ষন ভেবে তারপর বসে তাহলে কি নামাজ ফাসিব বা সাহু সেজ, দিতে হবে?[আর কিছুদুর কিরাত পাঠ ও কিছুক্ষন ভাবার ক্ষেত্রে মোট কত সময় হলে দেরি হলে?]
★দোয়া কুন্নুত,দোয়া মাসূরা ও তাশাহহুদ এ ওয়াকফ কি যেকোন স্থানে করে না মিলিয়ে পড়া যায়? [ যেমনঃ কুন্নুত এ যদি নাস্তা'ইনুক এ যদি থামি।তাহলে কি আবার মিলাতে হবে?]
★বালতির পানিতে নাপাক কাপড় ভিজালে পানি নাপাক হয়ে যায়। এখন কতটুকু নাপাকি বা কোন নাপাকি?[যেমন ধরুন মযি..বা পেসাব এর ছিটা ফোটা লাগা কাপড়,,বা পেসাব কতটুকু লাগলে? এবং মল ও মানির ক্ষেত্রে কি বিধান?]...এমনভাবে বালতির পানি নাপাক হওয়ার পর সেই পানি ফেলে দেওয়ার পর যে পানি বালতির গায়ে থাকে তা কি নাপাক? আর ঐ নাপাক পানিতে হাত চোবানোর পর হাতে যে নাপাক পানি লাগে তার ক্ষেত্রে?
★বিপদগ্রস্ত ব্যক্তি ক্ষেত্রে সাহায্যে-সামর্থ্যবান এর সাহায্য পাওয়া কি অধিকার? আর তা হোক বা না হোক বিপদগ্রস্ত ব্যক্তি যদি ঐ ব্যাক্তিকে গালি বা অনির্দিষ্ট ভাবে অভিসম্পাত করে[ যেমন, সকল সাহায্যে সামর্থ্যবান ব্যাক্তি যারা সাহায্য করে না তাদের উপর অভিসাপ -এমন],, তাহলে তা কতটুকু শরিয়ত সম্মত?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৯ এপ্রিল, ২০২২
ফুলতলা
#১৪৫২৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
কেমন আছেন?
পুরো লেখাটুকু পড়ার অনুরোধ থাকলো, অনেক আশা নিয়ে পুরো টুকু লিখছি...
আমি একজন সাধারন ছাত্র। আলহামদুলিল্লাহ, আল্ল-হ তায়ালা আমাকে হেদায়েত দিয়েছেন।
মহান আল্লাহ আমাকে ছাত্র শিবির এর মাধমে হেদায়েত দেন এবং আমি আল্লাহর সকল মেনে চলার চেষ্টা করি ছাত্র শিবির সংগঠন করার মাধমে। শিবির এ থেকে আমি ভালো সংগ পাই যা অন্য কোথাও পাইনা, এদের সাথে মেশার মাধমে সবসময় আল্লাহর কথা মনে হয়,আল্লাহর ভয় জন্মে। কিন্তু, আমার পরিবার বাধা দেয়, তারা আমাকে বলে এইসব রাজনিতি না করতে, হক কথা বলা থেকে বিরত থাকতে ইত্যাদি, এমনকি তারা আমাকে অনেক বড় বড় গুনাহ (ফুফাত, খালাত বোনদের সাথে দেখা সাক্ষাত করা, হাসি তামাশা) করতে বলে,,তারা বলে এইদুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে হলে এইগুলা একটু করতে হবে- সামাজিকতা বজায় রাখতে হবে ।অথচ,আমি একজন সাধারন লাইনের ছাত্র বিধায় জানি আজ তরুণ এর কি অবস্থা, তারা সবাই গেম, যেনা নিয়ে ব্যাস্ত, কারন আমি একসময় এই পথে ছিলাম। তাই আমার ইচ্ছা, শিবির এ থেকে আমি মানুষ কে হেদায়াতের পথে আনার চেষ্টা করতে চায়। আল্লাহর কছম, আমার কোন রাজনিতি বা ক্ষমতার লোভ দুনিয়াবি কারনে নেই, আছে শুধু ন্যায়বিচার-ইন্সাফ প্রতিষ্ঠার জন্য।
{> আমি ১ বছর যাবত জামায়াত-শিবির নিয়ে অনেক ঘাটছি, ভালো খারাপ দুওটাই আছে, তারা এমন একটি লক্ষে কাজ করে - যে বড় কোন ভুল ভাংগার জন্য ছোট খাট ভুল হলে সমস্যা নাই---(1)
আমার প্রশ্ন=[১] আমি আমার পরিবারের কথা মানলে ভাল কোন সংগি পায় না, নিজেকে সংযত রাখার ব্যাপার অনেক কঠিন, তাহলে কি আমি সংগঠন ছেড়ে দিব?
[২]৷ (1) এর আলোকে সংগঠন সম্পর্কে কি ধারনা?
[৩] সাধারন ভাবে সংগঠন সম্পর্কে ভালো ও খারাপ দিক কি কি আপনার?
[৪] আমাদের উপর ইস্লামের দাওয়াত দেওয়াকে ফরজ করা হয়েছে, হক কথা বলা ফরজ,,তাই আমি সংগঠনে থাকলে আল্লাহর রহমতে বাতিলের বিরুদ্ধে সোচ্চার হইতে পারি, অনেক দ্রুত দাওয়াতি কাজ করতে পারি,,, আমার আব্বু আম্মুর ইচ্ছা আমি পড়াশোনা করে সমাজে ভালো পর্যায়ে যাব, কিন্তু আগে আমি আব্বু আম্মুর এই কথা শুনতাম না, অবাধ্য ছিলাম,, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে শিবির এর ভাইদের সাথে থাকার তাওফিক দিছেন, যারা পড়াশোনা সম্পর্কে অনেক উতসাহ দেই এমনকি তাদের একপর্যায় এ গেলে,- ৫ঃ৩০ ঘন্টা পড়াশোনা করা বাধ্যতামূলক। উপরোক্ত ও এই কারনে আমার শিবির ভালো লাগে, তাই আমিও এদের মধ্যে থেকে অন্যদের আলোরপথে ফেরাতে চায়, আমার এই সিদ্ধান্ত কি ভুল? যদি হয় তাহলে কেন ভুল?( আমি সুধারাতে চাই ও অন্যদের এ ভুল ধারনা ভাংতে চেষ্টা করতে চাই)
★স্যার, আমু শুধু ভালো পথে থাকতে চাই, হোক শিবির হোক অন্য কিছু
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৮ মার্চ, ২০২২
ফুলতলা