প্রশ্নঃ ২১১০০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, السلام عليكم ورحمة الله وبركاته
মেয়েরা গায়ের দুর্গন্ধ দূর করার জন্য কি পারফিউম ব্যবহার করতে পারবে বা এক্ষেত্রে করনীয় কি?যাদের অতিরিক্ত গন্ধ হয়।যা আশেপাশের মানুষের জন্য বিরক্তিকর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নারীরা স্বামী ব্যতীত অন্য কারো জন্য সুগন্ধি ব্যবহার করতে পারবে না। তবে তার শরীরে দুর্গন্ধ হলে মহিলাদের মজলিসে হালকা পারফিউম ব্যবহার করতে পারবে। অন্য পুরুষ বা বাহিরে যাওয়ার সময় সুগন্ধি ব্যবহার করার ভয়াবহত হাদীস শরীফে উল্লেখ আছে। নবীজী বলেন,
أيما امرأة استعطرت فمرت على قوم ليجدوا من ريحها فهي زانية
৫১২৫. যে মহিলা সুগন্ধি লাগিয়ে এই উদ্দেশ্যে লোকের মধ্যে গমন করে যে, তারা তার সুগন্ধির ঘ্রাণ পাবে, সে ব্যভিচারিণী।—সুনানে নাসায়ী, ইফা নং ৫১২৫
আর আরেক হাদীসে আছে, তার নামাযই কবুল হবে না।
" أيما امرأة تطيبت ثم خرجت إلى المسجد لم تقبل لها صلاة حتى تغتسل " .
৪০০২, যে মহিলা আতর মেখে মসজিদে গমণ করে, তার সালাত কবুল হবে না, যতক্ষণ সে গোসল করে।—সুনানে ইবনে মাজা', ইফা নং ৪০০২
তাই নারীরা যথাসাধ্য পারফিউম ব্যবহার থেকে বিরত থাকবে। তবে স্বামীর সামনে যত পারফিউম ব্যবহার করবে, তত ভালো। এতে কোনো নিষেধাজ্ঞা নেই।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন