আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ২২২০৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেনা মেহেদী হাতে দেওয়া কে জায়েজ? কেনা সব মেহেদী দিলেই একটা আবরণ তৈরি হয় সেটা থাকলে কি নামাজ হবে?

৪ সেপ্টেম্বর, ২০২২
5026 Salzburg

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





সৌন্দর্য ও সাজসজ্জা গ্রহনের ব্যাপারে শরিয়েতের একটি মূলনীতি হলো, যেসব বস্তুর মাধ্যমে সাজসজ্জা গ্রহন করা হচ্ছে যদি সেগুলোর মাঝে কোনো হারাম বা নাপাক পদার্থ না থাকে এবং সেগুলো ব্যাবহারের ফলে অজু গোসলের সময় শরীরের কোনো অংশে পানির ছোঁয়া লাগতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তাহলে এজাতীয় সাজসজ্জা গ্রহন করা জায়েজ আছে। কিন্তু যদি এই দুইটি বিষয়ের ব্যত্যয় ঘটে তাহলে সেগুলো ব্যবহার করা জায়েজ নাই। কেননা প্রথমত এগুলোর সাথে নাপাকের সংমিশ্রয় আছে। দ্বিতয়ত এগুলো ব্যবহারের ফলে শরীরের পানি না পৌঁছানের কারণে অজুগোসল হবে না। যার ফলশ্রুতিতে নামাজও হবে না।
নিচের রেফারেন্স উত্তরটিও দেখুন।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মুফতি সাইদুজ্জামান কাসেমি
শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।
প্রসঙ্গসমূহ:

রেফারেন্স উত্তর :

টিউব মেহেদী

প্রশ্নঃ ৫২৭৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাজারে প্রচলিত যে টিউব মেহেদীগুলো রয়েছে অনেকেই বলে সেগুলো ব্যবহারে আলাদা প্রলেপ পরে অনেকটা পাতলা চামড়া সদৃশ, এটা ব্যবহার করে অযু বা গোসল হবে কি?

২৬ জুলাই, ২০২৪
সাভার

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আমাদের দেখা অনুযায়ী অধিকাংশ টিউব মেহেদী লাগানোর পর অতিরিক্ত একটি প্রলেপ পড়ে। অবশ্য এই প্রলেপ ভেদ করে পানি ভেতরে চলে যায়। বিধায় এ মেহেদী লাগানো অবস্থায় ওযু গোসল ও পবিত্রতা অর্জনে বাধা হবে না ইনশাআল্লাহ। কিন্তু যদি প্রলেপের কারণে নখে বা শরীরে পানি না লাগে তাহলে ওজু হবে না। কাজেই ব্যবহারে সর্তকতা অবলম্বন করা উচিত।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন