মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৪০৯৩
details icon

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ
৪০৯৩। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা আরয করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমরা উষ্ট্রী, গাভী এবং বকরী যবাহ্ করিয়া কোন সময় উহাদের পেটের ভিতরে বাচ্চা পাই। এখন আমরা কি উহাকে ফেলিয়া দিব, নাকি খাইতে পারিব ? তিনি বলিলেনঃ যদি ইচ্ছা হয়, তবে তোমরা উহা খাইতে পার। কেননা, তাহার যবাহ্ মায়ের যবাহর অনুরূপ। –আবু দাউদ ও ইবনে মাজাহ্

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪০৯৪
details icon

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ
৪০৯৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর ইবনে আস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি না-হক্ চড়ুই কিংবা তদপেক্ষা ছোট পাখী বধ করিবে, (কিয়ামতের দিন) আল্লাহ্ তা'আলা তাহাকে উহার হত্যার ব্যাপারে জিজ্ঞাসা করিবেন। (উহা হত্যার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করিতে হইবে।) জিজ্ঞাসা করা হইল ; ইয়া রাসূলাল্লাহ্! উহার হক্ কি ? তিনি বলিলেনঃ উহাকে যবাহ্ করিয়া খাইবে এবং উহার মাথা কাটিয়া ফেলিয়া দিবে না। – আহমদ, নাসায়ী ও দারেমী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪০৯৫
details icon

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ
৪০৯৫। হযরত আবু ওয়াকিদ লাইসী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) মদীনায় আগমন করিলেন। তখন মদীনাবাসীরা জীবিত উটের ঠোঁট এবং দুম্বার পাছার বাড়তি গোশত কাটিয়া খাইত। তখন তিনি বলিলেনঃ জীবিত জানোয়ার হইতে যাহা কাটিয়া লওয়া হয় উহা মৃত, উহা খাওয়া যাইবে না। —তিরমিযী ও আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪০৯৮
details icon

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - কুকুর সম্পর্কে বর্ণনা
৪০৯৮। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে গবাদিপশু পাহারাদানকারী কিংবা শিকারী কুকুর ছাড়া অন্য কোন কুকুর পোষে, প্রতিদিন তাহার আমল হইতে দুই কীরাত পরিমাণ হ্রাস পাইবে। —মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪০৯৯
details icon

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - কুকুর সম্পর্কে বর্ণনা
৪০৯৯। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি গবাদিপশু পাহারাদানকারী কিংবা শিকারের জন্য নিয়োজিত অথবা খেত-খামারের ফসলাদি রক্ষণাবেক্ষণকারী কুকুর ব্যতীত অন্য কোন প্রকারের কুকুর পালে, প্রতিদিন তাহার আমলের সওয়াব হইতে এক কীরাত পরিমাণ হ্রাস পাইবে।-মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪১০০
details icon

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - কুকুর সম্পর্কে বর্ণনা
৪১০০। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে (মদীনার) সমস্ত কুকুরগুলি মারিয়া ফেলার জন্য নির্দেশ দিলেন। ফলে মফস্বল হইতে যে মহিলাটি কুকুরসহ (নগরে) আগমন করিত, আমরা উহাকেও হত্যা করিতাম। অতঃপর রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কুকুর বধ করিতে নিষেধ করেন এবং বলিলেনঃ তোমরা কেবলমাত্র ঐ সমস্ত কুকুরগুলি বধ কর, যেইগুলি মিসকালো, দুই চোখের উপরিভাগে দুইটি সাদা ফোঁটা চিহ্ন আছে। কেননা, উহা শয়তান। —মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪১০৫
details icon

পরিচ্ছেদঃ ২. প্রথম অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১০৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোন তীক্ষ্ণ দাঁতবিশিষ্ট হিংস্র জানোয়ার এবং ধারাল পাঞ্জাবিশিষ্ট পাখী খাইতে নিষেধ করিয়াছেন। —মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান