মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪১০০
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
১. প্রথম অনুচ্ছেদ - কুকুর সম্পর্কে বর্ণনা
৪১০০। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে (মদীনার) সমস্ত কুকুরগুলি মারিয়া ফেলার জন্য নির্দেশ দিলেন। ফলে মফস্বল হইতে যে মহিলাটি কুকুরসহ (নগরে) আগমন করিত, আমরা উহাকেও হত্যা করিতাম। অতঃপর রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কুকুর বধ করিতে নিষেধ করেন এবং বলিলেনঃ তোমরা কেবলমাত্র ঐ সমস্ত কুকুরগুলি বধ কর, যেইগুলি মিসকালো, দুই চোখের উপরিভাগে দুইটি সাদা ফোঁটা চিহ্ন আছে। কেননা, উহা শয়তান। —মুসলিম
كتاب الصيد والذبائح
وَعَن جَابر قَالَ: أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِ الْكِلَابِ حَتَّى إِنَّ الْمَرْأَةَ تَقْدَمُ منَ البادِيةِ بكلبِها فتقتلَه ثُمَّ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِهَا وَقَالَ: «عَلَيْكُمْ بِالْأَسْوَدِ الْبَهِيمِ ذِي النقطتين فَإِنَّهُ شَيْطَان» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

এই শ্রেণীর কুকুরগুলি হয় খুব বেশী হিংস্র ও দুষ্ট প্রকৃতির। তাই উহাকে শয়তান বলা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান