মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪০৯৮
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
১. প্রথম অনুচ্ছেদ - কুকুর সম্পর্কে বর্ণনা
৪০৯৮। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে গবাদিপশু পাহারাদানকারী কিংবা শিকারী কুকুর ছাড়া অন্য কোন কুকুর পোষে, প্রতিদিন তাহার আমল হইতে দুই কীরাত পরিমাণ হ্রাস পাইবে। —মোত্তাঃ
كتاب الصيد والذبائح
بَابُ ذِكْرِ الْكَلْبِ: الْفَصْل الأول
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «مَنِ اقْتَنَى كَلْبًا إِلَّا كَلْبَ مَاشِيَةٍ أَوْ ضَارٍ نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطَانِ»
হাদীসের ব্যাখ্যা:
কোন্ প্রকারের কুকুর পোষা জায়েয আর কোন প্রকারের জায়েয নাই, এই অধ্যায়ে সে সম্পর্কে বর্ণিত হাদীসসমূহ বর্ণনা করা হইবে।
কীরাত—নিক্তির ওজনে একটি ক্ষুদ্রতম পরিমাণবিশেষ। উহার যথাযথ পরিমাণ আল্লাহ্ তা'আলাই জ্ঞাত। তবে কিয়ামতের দিন এক এক কীরাত ওহুদ পাহাড় পরিমাণ ওজন হইবে বলিয়া অপর এক হাদীসে উল্লেখ রহিয়াছে।
কীরাত—নিক্তির ওজনে একটি ক্ষুদ্রতম পরিমাণবিশেষ। উহার যথাযথ পরিমাণ আল্লাহ্ তা'আলাই জ্ঞাত। তবে কিয়ামতের দিন এক এক কীরাত ওহুদ পাহাড় পরিমাণ ওজন হইবে বলিয়া অপর এক হাদীসে উল্লেখ রহিয়াছে।