মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪০৯৩
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
দ্বিতীয় অনুচ্ছেদ
৪০৯৩। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা আরয করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমরা উষ্ট্রী, গাভী এবং বকরী যবাহ্ করিয়া কোন সময় উহাদের পেটের ভিতরে বাচ্চা পাই। এখন আমরা কি উহাকে ফেলিয়া দিব, নাকি খাইতে পারিব ? তিনি বলিলেনঃ যদি ইচ্ছা হয়, তবে তোমরা উহা খাইতে পার। কেননা, তাহার যবাহ্ মায়ের যবাহর অনুরূপ। –আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب الصيد والذبائح
وَعَن أبي سعيدٍ الخدريِّ قَالَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ نَنْحَرُ النَّاقَةَ ونذبح الْبَقَرَة وَالشَّاة فنجد فِي بَطنهَا جَنِينا أَنُلْقِيهِ أَمْ نَأْكُلُهُ؟ قَالَ: «كُلُوهُ إِنْ شِئْتُمْ فَإِنَّ ذَكَاتَهُ ذَكَاةُ أُمِّهِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

হযরত শায়খ আবদুল হক দেহলভী (রহঃ) বলিয়াছেন, হযরত জাবের ও আবু সায়ীদ খুদরী (রাঃ) হইতে উক্ত প্রসঙ্গে বর্ণিত সব কয়টি হাদীসের সনদ দুর্বল ও অসমর্থিত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান